Bollywood actors: সোনম কাপুর, অর্জুন কাপুর থেকে শুরু করে আরবাজ খান এবং আরও অনেক বলিউড তারকা রয়েছেন যাঁরা বলিউডে পর পর ফ্লপ ছবি দিয়েছেন। ইন্ডাস্ট্রির ফ্লপ অভিনেতা হিসাবে ট্যাগ রয়েছে তাঁদের গায়ে-
1/7একাধিক বলিউড তারকা রয়েছেন যাঁরা বলিউডে পর পর ফ্লপ ছবি দিয়েছেন। এরপরও বলিউডে ইন্ডাস্ট্রির ফ্লপ অভিনেতার তকমা পেয়েছেন। সোনম কাপুর থেকে অর্জুন কাপুর, এই বলিউড সেলিব্রিটিরা সর্বাধিক ফ্লপ ছবি দিয়েছেন।
2/7অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। এই ছবির পরই সোনমের গায়ে ফ্লপ অভিনেত্রীর তকমা সেটে গিয়েছিল। খুবসুরাত, প্রেম রতন ধন পায়ো এবং আরও অনেক ব্যাক-টু-ব্যাক ফ্লপ ছবি দিয়েছেন সোনম।
3/7বলিউড অভিনেতা অর্জুন কাপুর 'ইশাকজাদে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন। গুন্ডে এবং ২ স্টেটস-এর মতো তাঁর অভিনীত ছবি বক্স অফিসে ডাহা ব্যর্থ।
4/7আমির খানের ভাগ্নে ইমরান খান সর্ব সেরাটা দিয়ে নিজেকে বলিউডে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সফল অভিনেতা হতে বারবার ব্যর্থ হয়ে ইন্ডাস্ট্রি ছেড়ে দেন এই অভিনেতা। লাক, ওয়ানস আপন আ টাইম ইন মুম্বই দোবারা সহ তাঁর ছবিগুলি বক্স অফিসে ফ্লপ হয়েছিল।
5/7উদয় চোপড়াকে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ফ্লপ অভিনেতা হিসেবে ধরা হয়। ধুম ছবিতে আলী চরিত্রে তাঁর ভূমিকা এখনও মনে আছে দর্শকদের।
6/7বলিউডে নিজের দক্ষতা প্রমাণ করতে ব্যর্থ সলমন খানের ভাই আরবাজ খান। বিগ বাজেটের ছবিতে অভিনয় করলেও প্রত্যাশা মাফিক অভিনয় করতে চরম ব্যর্থ তিনি।
7/7জিতেন্দ্রর ছেলে এবং একতা কাপুরের ভাই তুষার কাপুর বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন। গোলমাল-এ তাঁর ভূমিকা এখন পর্যন্ত সেরা। তবে বেশিরভাগ ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করতে ব্যর্থ তিনি।