Uorfi Javed: ইনস্টাগ্রামের এক লাইভ চ্যাট সেশনে এই পোশাকে বৃহস্পতিবার দেখা মেলে উরফির। পাপারাৎজ্জির হাতে অভিনেত্রী লেন্সবন্দি হতেই আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে তাঁর এই ছবি। ধেয়ে এসেছে নানা কটাক্ষ বাণ।
1/6আন্ধেরির এক স্টুডিয়োর বাইরে পাপারাৎজ্জির হাতে লেন্সবন্দি উরফি জাভেদ। নিত্য দিনের মতো নতুন ডিজাইনের পোশাকে লেন্সবন্দি হন তিনি। কালো মনোকিনির উপর সাদা প্লাস্টিকের স্কার্ট জড়ানো উরফির এই পোশাক দেখে রীতিমতো চোখ গোল গোল হয়ে গিয়েছে আম জনতার। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস বাংলা)
2/6পোশাকের সঙ্গে মানানসই খুব স্বল্প মেকআপ করেছেন উরফি। চুলটা টেনে বেঁধেছেন। কালো বড় গোল ঝোলা দুল, হাই হিল জুতোতে একেবারে বোল্ড মেজাজে ধরা দিয়েছেন তিনি। হিন্দি টেলি পর্দার এই সাহসমী অভিনেত্রী তাঁর ফ্যাশন সেন্স নিয়ে হামেশাই চর্চায় থাকেন।
3/6ইনস্টাগ্রামের এক লাইভ চ্যাট সেশনে এই পোশাকে বৃহস্পতিবার দেখা মেলে উরফির। পাপারাৎজ্জির হাতে অভিনেত্রী লেন্সবন্দি হতেই আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে তাঁর এই ছবি। ধেয়ে এসেছে নানা কটাক্ষ বাণ।
4/6নেটিজেনের নানা ট্রোলের মুখোমুখি হয়েছেন উরফি। এক নেটিজেন কটাক্ষ করে উরফি প্রশ্ন করেছেন, ‘কানের কি ওটা মশার ধূপ?', তো কেউ প্রশ্ন ছুঁড়েছেন, ‘প্লাস্টিকটা না পরার মতো!’
5/6উদ্ভট পোশাকে মুম্বইয়ের রাস্তায় উরফি জাভেদকে প্রায়শই দেখা যায়। আসলে বিতর্ক আর উরফি দুটোই সমার্থক শব্দ যেন। সোশ্যাল মিডিয়া সেনসেশন তিনি। সাহসী পোশাকে উরফিকে দেখে নানা সময় ক্ষোভ উগরে দেন নেটদুনিয়ার বাসিন্দারা। সেসব অবশ্য পাত্তা দেন না তিনি।
6/6উরফির শুভাকাঙ্খীর সংখ্যাও নেহাত কমন নয়। তাঁর ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন রণবীর সিং থেকে হানি সিং। সদ্য এক ম্যাগাজিনের কভার গার্ল হয়েও ফটোশ্যুট সেরেছেন উরফি। সেই ছবিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।