প্রাথমিকভাবে শেষ তারিখ ছিল ৩১ অগস্ট। কিন্তু করোনা ...
more
প্রাথমিকভাবে শেষ তারিখ ছিল ৩১ অগস্ট। কিন্তু করোনা পরিস্থিতিতে তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়।
1/5হাতে সময় মাত্র তিন দিন। তার মধ্যেই করতে হবে একটি জরুরি কাজ। আর তা না করলেই বন্ধ হয়ে যাবে PF অ্যাকাউন্টে টাকা ঢোকা। কী সেই কাজ?(ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)
2/5এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের বা ইপিএফ-এর ‘ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর’ (ইউএএন)-এর সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (MINT_PRINT)
4/5চলতি বছরের জুন মাসে কেন্দ্র এই লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল। প্রাথমিকভাবে শেষ তারিখ ছিল ৩১ অগস্ট। কিন্তু করোনা পরিস্থিতিতে সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (MINT_PRINT)
5/5তবে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির কর্মচারীরা, অন্যান্য রাজ্যের বিড়ি, নির্মাণ এবং চা, কফি, পাট, কাজু বাদাম, এলাচ ইত্যাদি প্ল্যান্টেশন শিল্পে যুক্ত কর্মীদের আরও বেশি সময় দেওয়া হয়েছে। তাঁদের ক্ষেত্রে শেষ তারিখ ৩১ ডিসেম্বর। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Bangla)