EPFO Big Update: বড় লাভের মুখ দেখতে পারেন EPFO অ্যাকাউন্টধারীরা, শীঘ্রই নেওয়া হবে বড় সিদ্ধান্ত
Updated: 21 Jul 2022, 03:29 PM ISTEPFO Update: চাকরিজীবীদের জন্য একটি সুখবর রয়েছে। বেতনভোগীদের পেনশন পরিচালনাকারী সংস্থা EPFO শেয়ার বাজারে বিনিয়োগের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে শীঘ্রই। সংবাদমাধ্যমে চলছে খবর অনুযায়ী, ২৯ এবং ৩০ জুলাই অনুষ্ঠিত হবে EPFO-র বৈঠক। সেই বৈঠকে শেয়ারবাজার এবং সংশ্লিষ্ট বিনিয়োগের সীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি