EPFO Update: চাকরিজীবীদের জন্য একটি সুখবর রয়েছে। বেতনভোগীদের পেনশন পরিচালনাকারী সংস্থা EPFO শেয়ার বাজারে বিনিয়োগের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে শীঘ্রই। সংবাদমাধ্যমে চলছে খবর অনুযায়ী, ২৯ এবং ৩০ জুলাই অনুষ্ঠিত হবে EPFO-র বৈঠক। সেই বৈঠকে শেয়ারবাজার এবং সংশ্লিষ্ট বিনিয়োগের সীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে।
1/4EPF বোর্ড সম্প্রতি ২০২১-২২ আর্থিক বছরের জন্য EPF হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে ইপিএফও বোর্ড তার বিনিয়োগকারীদের বেশি রিটার্ন দিতে স্টক মার্কেটে বিনিয়োগের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। (MINT_PRINT)
2/4ইপিএফও-র অনলাইন সার্ভিসে গিয়ে পিএফ অ্যাডফান্স (ফর্ম ৩১)-এর অধীনে আবেদন জানিয়ে এই টাকা তোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। অগ্রিম টাকা তোলার জন্য কারণ হিসেবে কোভিড-১৯-কে উল্লেখ করতে হবে। (MINT_PRINT)
3/4যদিও, ট্রেড ইউনিয়নগুলি ইপিএফও-এর শেয়ার বাজারে বিনিয়োগের সীমা বৃদ্ধির বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি, এই বিনিয়োগের উপর কোনও সরকারি গ্যারান্টি নেই। এর জেরে বিনিয়োগকারীদের ক্ষতি হতে পারে। (MINT_PRINT)
4/4EPFO-র ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি শেয়ারবাজারে বিনিয়োগের সীমা ২০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়া EPFO তার বিনিয়োগকারীদের আরও সুদ দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। বর্তমান EPF হার বিগত ৪ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এই কারণেই EPFO স্টক মার্কেটে বিনিয়োগ বাড়াতে পারে। এতে আরও বেশি আয় করতে পারবে তারা। এবং EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের আরও বেশি সুদ দিতে পারবে। (MINT_PRINT)