EPFO launches face authentication: ৭৩ লক্ষ পেনশনভোগীদের জন্য নয়া ফেস অথেন্টিকেশন প্রযুক্তির সুবিধা আনল অবসর তহবিল সংস্থা EPFO।
1/5৭৩ লক্ষ পেনশনভোগীদের জন্য নয়া সুবিধা আনল অবসর তহবিল সংস্থা EPFO। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
2/5এখন থেকে পেনশনভোগীরা তাঁদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফাইল করার জন্য ফেস অথেন্টিকেশন প্রযুক্তির সাহায্য নিতে পারবেন। ছবি: ইপিএফও (MINT_PRINT)
3/5লাইফ সার্টিফিকেট ফাইল করার প্রক্রিয়াটি এর ফলে অনেক বেশি সহজ হয়ে যাবে। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
4/5পেনশনভোগীরা যে কোনও জায়গা থেকে এই সুবিধা নিতে পারেন। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
5/5যাঁদের বার্ধক্যজনিত কারণে বায়োমেট্রিক, যেমন আইরিশ স্ক্যান, হাতের ছাপ দিতে সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এতে অনেক বেশি সুবিধা হবে। ফাইল ছবি; এপি (MINT_PRINT)