EPFO Interest Calculator: অপেক্ষার পালা শেষ! চাকরিজীবীরা এদিন পেতে পারেন PF-এর সুদ, এভাবে জানুন ব্যালেন্স
Updated: 27 Jul 2022, 06:30 PM ISTEPFO Interest Calculator: কেন্দ্রীয় সরকার শীঘ্রই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা স্থানান্তর করতে চলেছে। এতে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি মানুষ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য ৮.১ শতাংশ সুদ ঘোষণা করেছে। এই সুদের হার বিগত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সরকার ৮.৫ শতাংশ সুদ দিত পিএফ-এ। এই আবহে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, পিএফের সুদের টাকা ৩০ অগস্টে অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে কখন সুদ স্থানান্তর করা হবে সে সম্পর্কে EPFO থেকে কোনও তথ্য এখনও আসেনি।
পরবর্তী ফটো গ্যালারি