EPFO Interest Calculator: কেন্দ্রীয় সরকার শীঘ্রই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা স্থানান্তর করতে চলেছে। এতে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি মানুষ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য ৮.১ শতাংশ সুদ ঘোষণা করেছে। এই সুদের হার বিগত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সরকার ৮.৫ শতাংশ সুদ দিত পিএফ-এ। এই আবহে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, পিএফের সুদের টাকা ৩০ অগস্টে অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে কখন সুদ স্থানান্তর করা হবে সে সম্পর্কে EPFO থেকে কোনও তথ্য এখনও আসেনি।
1/6এখন EPFO শীঘ্রই ৮.১ শতাংশ হারে পিএফ অ্যাকাউন্টে সুদ স্থানান্তর করবে বলে দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। এই আবহে যদি আপনার পিএফ অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা থাকে তবে আপনি সুদ হিসাবে ৮১ হাজার টাকা পাবেন।
2/6যদি আপনার পিএফ অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকা থাকে তাহলে আপনি সুদ হিসাবে ৫৬ হাজার ৭০০ টাকা পাবেন। আপনার পিএফ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা থাকলে ৪০,৫০০ টাকা সুদ আসবে। আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা থাকলে ৮১০০ টাকা আসবে সুদ বাবদ।
3/6EPFO-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে ‘EPFO UAN LAN’ লিখে পাঠাতে হবে। LAN মানে আপনার ভাষা। ইংরেজিতে তথ্য চাইলে LAN এর পরিবর্তে ENG লিখতে হবে। একইভাবে হিন্দির জন্য HIN। হিন্দিতে তথ্য পেতে, আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ করতে হবে।
4/6আপনি চাইলে মিসড কলের মাধ্যমেও আপনার ইপিএফ ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য, আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসড কল দিতে হবে।
5/6অনলাইনে আপনার ব্যালেন্স চেক করতে, ইপিএফ পাসবুক পোর্টালে যান। আপনার UAN এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই পোর্টালে লগ ইন করুন। এতে, ডাউনলোড/ভিউ পাসবুকে ক্লিক করুন এবং তারপরে আপনার সামনে পাসবুকটি খুলবে যাতে আপনি ব্যালেন্স দেখতে পাবেন।
6/6আপনার যদি স্মার্টফোন থাকে, আপনি অ্যাপের মাধ্যমে যখনই চান আপনার EPF ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য, UMANG অ্যাপ খুলুন এবং EPFO-তে ক্লিক করুন। এতে, Employee Centric Services-এ ক্লিক করুন এবং তারপরে View Passbook-এ ক্লিক করুন। এরপর UAN এবং Password লিখুন। নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি EPF ব্যালেন্স দেখতে পাবেন।