EPFO Interest Rate hiked to 8.25 pc: বাড়ল EPFO-র সুদের হার, সরকারের সিদ্ধান্তে পকেট ফুলে উঠল ৭ কোটি চাকরিজীবীর
Updated: 12 Jul 2024, 07:40 AM ISTআর কয়েকদিন পরই পেশ হবে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। প্রতিবারের মতো এবারের বাজেট নিয়েও সাধারণমধ্যবিত্ত চাকরিজীবীদের অনেক আশা আকাঙ্খা রয়েছে। অবশ্য সেই বাজেট পেশের আগেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে গ্রহণ করা হল একটি বড় সিদ্ধান্ত। সুদের হার বাড়ানো হল ইপিএফও-র।
পরবর্তী ফটো গ্যালারি