এম্প্লয়ার্জ পেনশন স্কিম ১৯৯৫ বা ইপিএস ৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীরা এবার আন্দোলন শুরু করলেন দেশের ২০০টি শহরে। বুধবার দিল্লিতেও প্রতিবাদ দেখান ইপিএস ৯৫-এর আওতায় থাকা অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা করতে হবে। পাশাপাশি তাদের মহার্ঘ ভাতা দিতে হবে।
1/6 বুধবার আন্দোলনকারীরা একটি বিবৃতি জারি করে বলেন, 'ইপিএস ৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীরা দেশের ২০০টি শহরে একযোগে আন্দোলনে নেমেছেন। মোট ৪ দফা দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা করতে হবে। পাশাপাশি মহার্ঘ ভাতা দিতে হবে। তাছাড়া চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করতে হবে অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং তাঁর পরিবারের সদস্যদের।'
2/6উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই এই দাবিতে ইপিএস ৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীরা আন্দোলন করে আসছেন। বুধবার নতুন করে সেই আন্দোলনে শান দিলেন তারা। এর আগে ইপিএস ৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়েও দেখা করে এসেছিলেন। তবে তাদের দাবি মেটানোর ঘোষণা এখও করা হয়নি সরকারের তরফে। এই আবহে জোর আন্দোলনে নামলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা।
3/6এই আবহে ন্যাশনাল অ্যাকশন কমিটির আহ্বায়ক অশোক রাউত বলেন, 'আমাদের আন্দোলন ইপিএস ৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীদের ন্যায় নিশ্চিত করা। আমরা বিগত ৭ বছর ধরে এই দাবি তুলে এসেছি। সাংসদ হেমা মালিনির সঙ্গে গিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দু'বার দেখা করে এসেছি। তিনি আমাদের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন। তবে সেই আশ্বাস এখনও বাস্তবে রূপান্তরিত হয়নি।'
4/6বর্তমানে ইপিএস ৯৫-এর অধীনে ন্যূনতম রেনশন ১১৭১ টাকা। আন্দোলনকারীদের দাবি, সম্মানের সঙ্গে বাঁচার জন্য এই টাকা যথেষ্ট নয়। তাঁদের অভিযোগ, সরকার জনকল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে। তবে তাঁরা সরকারি পেনশন প্রকল্পের সুবিধাভোগী হয়েও ন্যায় বিচার পাচ্ছেন না। এই আবহে তাঁরা ন্যূনতম ৭৫০০ টাকা পেনশন এবং সঙ্গে মহার্ঘ ভাতার দাবি করছেন।
5/6উল্লেখ্য, এপিএস ৯৫-এর অন্তর্গত কর্মীদের বেসিক স্যালারির ১২ শতাংশ টাকা জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে। অন্যদিকে ইপিএফ-এ মালিকপক্ষের জমা করা বেসিক বেতনের ১২ শতাংশের ৮.৩৩ শতাংশ টকা জমা পড়ে পেনশন খাতে। এছাড়াও পেনশন খাতে সরকারের পক্ষ থেকে জমা পড়ে ১.১৬ শতাংশ। তবে সারা জীবন ধরে পেনশন খাতে টাকা জমা দিয়ে মাত্র ১,১৭১ টাকা পেনশন পাচ্ছেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা।
6/6উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে কলকাতায় বিগত একমাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। আর এবার সেই পথেই নিজেদের দাবিতে আদায়ের জন্য পথে নামলেন ইপিএস ৯৫-এর আওতায় থাকা অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা।