বাংলা নিউজ > ছবিঘর > Protest in demand of DA & Pension: পথ দেখাল বাংলা? বর্ধিত পেনশন, ডিএ-র দাবিতে দেশের ২০০ শহরে পথে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা

Protest in demand of DA & Pension: পথ দেখাল বাংলা? বর্ধিত পেনশন, ডিএ-র দাবিতে দেশের ২০০ শহরে পথে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা

এম্প্লয়ার্জ পেনশন স্কিম ১৯৯৫ বা ইপিএস ৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীরা এবার আন্দোলন শুরু করলেন দেশের ২০০টি শহরে। বুধবার দিল্লিতেও প্রতিবাদ দেখান ইপিএস ৯৫-এর আওতায় থাকা অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা করতে হবে। পাশাপাশি তাদের মহার্ঘ ভাতা দিতে হবে।