মুখে এসে পড়ছে সূর্যের আলো, এলোমেলো চুল, গায়ে নেই সুতোর লেশমাত্র! চিনতে পারছেন এই সুপারহট বলি ডিভা-কে?
1/11সূর্য়ের মায়াবী আলো হাত দিয়ে ঢেকেছেন এই বলি সু্ন্দরী। দুধ সাদা বিছানায় উপুর হয়ে শুয়ে আছেন। শরীরে নেই কোনও সুতোর চিহ্ন। ঘন কালো চুল ছড়িয়ে রয়েছে সাদা বিছানাতে- ইনস্টাগ্রামের উত্তর বাড়িয়ে দিলেন এই বলি নায়িকা। চিনতে পারলেন?
2/11এই বলি সুন্দরী আর কেউ নন, ‘জন্নত ২’ নায়িকা এশা গুপ্তা। যাঁর বোল্ড অবতার হামেশাই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি, কোয়ারেন্টাইন লাইফের উষ্ণতামাখা ঝলক শেয়ার করে চলেছেন এক নাগাড়ে।
3/11এশা গুপ্তা মানেই হটনেস অ্যাটার্ল। কখনও তিনি অর্ধনগ্ন ছবি পোস্ট করেন, কখনও ব্রা ছাড়াই রাস্তায় বেরিয়ে পরেন। দু-দিন আগেই কেবলমাত্র একটি বোতামহীন সাদা শার্ট পরে চেয়ার বসে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
4/11টপলেস ছবি পোস্ট করতে ওস্তাদ এশা। এই তো গত বছরই জয়পুরের এক রিসর্টে ছুটি কাটাতে গিয়ে কেবলমাত্র একটি জিনস পরে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
6/11বিছানায় শুয়ে নিজের সেক্সি কার্ভ ফ্লন্ট করলেন এশা। এবার শুধু শরীরের উর্ধাঙ্গ নয়, কোমরের নীচের বেশ কিছু অংশও লেন্সবন্দি করে তুলে ধরেছেন তিনি। তবে এই ‘ফটোগ্রাফ’ তুলল কে? এই প্রশ্নের জবাব চাইছে নেটিজেনরা।
7/11এই মুহূর্তে নিজের স্প্যানিশ প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোজ গুল্লার (Manuel Campos Guallar)-এর সঙ্গে রয়েছেন অভিনেত্রী। একসঙ্গেই কোয়ারেন্টাইন লাইফ চুটিয়ে এনজয় করছেন তাঁরা, একথা আলাদা করে বলে দিতে হবে না যে নগ্ন অবস্থায় এশাকে কে লেন্সবন্দি করেছেন!
8/11সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টোনড বডি তুলে ধরেন এশা।
9/11মিস ইন্ডিয়া ইন্টারন্যাশন্যাল এশা পড়াশোনা করেছেন মাস কমিউনিকেশন নিয়ে। জন্নত ২ নায়িকা বলিউডে খুব বেশি কাজ না করলেও সাহসী অবতারের জন্য নজর কাড়েন হামেশাই।
10/11চক্রব্যূহ,হামশকল, রাজ থ্রিডি-র মতো ছবিতে কাজ করেছেন এই বম্বশেল।
11/11এশার সাম্প্রতিকতম টপলেস ছবি ভাইরাল সোশ্যালে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ওই ছবিতে লাইক পড়েছে ৫ লক্ষ ৪১ হাজার বার। (ছবি-ইনস্টাগ্রাম)