গত ২ বছরে শিপিং ক্ষেত্রে একটি গতি এসেছে। মহামারীর সময়ে বিশ্বজুড়ে শিপিংয়ের ভাড়া বেড়ে গিয়েছে। সেই সঙ্গে উপভোক্তা দ্রব্যের চাহিদাও আগের তুলনায় বেড়ে গিয়েছিল। ২০২২ সালে এভারগ্রিন মেরিনের আয় বেড়ে প্রায় ২০.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। ২০২০ সালের তুলনায় যা প্রায় তিনগুণ।
1/5একসঙ্গে ৪ বছর পর্যন্ত বেতন বোনাস! কর্মীদের মুখে এভাবেই হাসি ফোটাল তাইওয়ানের এভারগ্রিন মেরিন কর্প। তাইপেই-এর এই সংস্থার জাহাজই ২০২১ সালে সুয়েজ খালে আটকে গিয়েছিল। থমকে গিয়েছিল বিশ্বের একটি বড় অংশের জলপথ বাণিজ্য। ছবি : টুইটার (Twitter)
2/5এভারগ্রিন মেরিন জানিয়েছে, কর্মীদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি বছরই বোনাস দেয় তারা। এবারে সংস্থার সার্বিক ভাল ব্যবসার কারণে এই বিপুল পরিমাণে বোনাস দেওয়া হয়েছে। সংস্থার এক কর্মী জানালেন, গড়ে ৫০ মাসের বেতন বোনাস পেয়েছেন তাইপেই-এ সংস্থার সঙ্গে জড়িত কর্মীরা। বোনাসের মাত্রা যদিও পদ ও পারফরম্যান্সের উপর নির্ভরশীল। ছবি : টুইটার (Twitter)
3/5তাইপেই-এর ইকোনমিক ডেইলির রিপোর্ট অনুযায়ী, কিছু কর্মী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত বোনাস পেয়েছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৩ লক্ষ ১৯ হাজার টাকা! (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Twitter)
4/5গত ২ বছরে শিপিং ক্ষেত্রে একটি গতি এসেছে। মহামারীর সময়ে বিশ্বজুড়ে শিপিংয়ের ভাড়া বেড়ে গিয়েছে। সেই সঙ্গে উপভোক্তা দ্রব্যের চাহিদাও আগের তুলনায় বেড়ে গিয়েছিল। ২০২২ সালে এভারগ্রিন মেরিনের আয় বেড়ে প্রায় ২০.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। ২০২০ সালের তুলনায় যা প্রায় তিনগুণ। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Twitter)
5/5 তবে সব কর্মীই যে এমন ফলাফল পেয়েছেন, তা কিন্তু নয়। সংস্থার সাংহাই-এর কর্মীদের মাসিক বেতনের ৫-৮ গুণ বেতন দেওয়া হয়েছে। তবে সেটাও নেহাত্ কম বলা যায় না। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Twitter)