1/25১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে পৌঁছোয় অ্যাপোলো ১১। চাঁধের মাটিতে পা রাখেন নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন। তার পরে ৫৩ বছর কেটে গিয়েছে। সেই অভিযানের একটি বা দু’টি ছবি অনেকেই দেখেছেন। কিন্তু অভিযানের বহু ছবিই অনেকের দেখা নেই। তেমনই কিছু বিরল ছবি রইল এখানে। (সব ছবি সৌজন্য: NASA)
2/25ঈগল লুনার মডিউল (LM) থেকে তোলা দৃশ্য। ট্রান্সলুনার কোস্ট থেকে দেখা যাচ্ছে পৃথিবী।
3/25অ্যাপোলো ১১ মিশনের সময় ক্যাপকম চার্লি ডিউক, ব্যাকআপ কমান্ডার জিম লাভেল এবং ব্যাকআপ লুনার মডিউল পাইলট ফ্রেড হাইস।
4/25পাইলট মাইকেল কলিন্স অ্যাপোলো কমান্ড মডিউলের ভিতরে একটি টিভি ক্যামেরা পরীক্ষা করে দেখছেন।