Evolution of Road Names: ব্রিটিশ জমানা থেকে এই রাস... more
Evolution of Road Names: ব্রিটিশ জমানা থেকে এই রাস্তার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পর্ব, নানা ইতিহাস। কীভাবে হয়েছে এর একের পর এক নাম পরিবর্তন? বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই রাস্তার নাম পরিবর্তনের ইতিহাস দেখে নেওয়া যাক একনজরে।
1/5দিল্লির রাজপথের নাম বৃহস্পতিবার থেকে পাল্টে ‘কর্তব্য পথ’ করা হয়েছে। সেন্ট্রাল ভিস্তার অংশ এই পথের নয়া নামকরণের সঙ্গে সঙ্গেই তার উদ্বোধ হয়। নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া এই রাজপথের সঙ্গে জড়িয়ে রয়েছে ১০০ বছরের ইতিহাস। 'কিংগসওয়ে' দিয়ে এর নামকরণ শুরু হয়। পরবর্তীকালে তা পাল্টে হয়ে যায় রাজপথ। তারপরে আজ থেকে এই রাস্তা পরিচিত হচ্ছে ‘কর্তব্য পথ’ হিসাবে। (PTI Photo/Kamal Singh)) (Hindustan Times)
2/5ব্রিটিশ জমানা থেকে এই রাস্তার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পর্ব, নানা ইতিহাস। কীভাবে হয়েছে এর একের পর এক নাম পরিবর্তন? বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই রাস্তার নাম পরিবর্তনের ইতিহাস দেখে নেওয়া যাক একনজরে। (Photo by Arvind Yadav / Hindustan Times) (Hindustan Times)
3/5কিংগসওয়ে- ১৯১১ সালে পরাধীন ভারতে প্রথম কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় রাজধানী। তখন রাইসিনা হিলসই ছিল ক্ষমতার অলিন্দ। ব্রিটিশ আমলে প্রতিটি রাস্তা রাজতন্ত্রকে মাথায় রেখে তৈরি হত। আর রাইসিনা যেমন তখন ছিল এই ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতার কেন্দ্র, তেমনভাবেই ভাইসরয়ের (রাষ্ট্রপতি ভবন) এর সঙ্গে সংযুক্ত রাস্তার তখন নাম হয় কিংগসওয়ে। মনে করা হয় তৎকালীন ব্রিটিশ রাজ পঞ্চম জর্জের কথা মাথায় রেখেই এই নামকরণ হতে পারে বা ব্রিটিশ রাজতন্ত্রের প্রমাণ হিসাবে এই নামকরণ হতে পারে। (PTI Photo/Kamal Singh (Hindustan Times)
4/5রাজপথ- ১৯৪৭ সালে আসে স্বাদীনতা। আর ১৯৫৫ সালে কিংগসওয়ের নাম হয় রাজপথ, আর কুইনসওয়ের নাম হয় জনপথ। পাল্টে যায় দিল্লির আর্থ সামাজিক রূপ, পাল্টায় রাস্তার নাম। (AP Photo/Manish Swarup) (Hindustan Times)
5/5কর্তব্যপথ- কর্তব্যপথ নামকরণ হয় ২০২২ সালে। নরেন্দ্র মোদী সেন্ট্রাল ভিস্তার এই রাস্তার উদ্বোধনের সময় বলেছেন, ‘কিংগসওয়ে আজ থেকে ইতিহাস হয়ে গেল। তিনি বলেন 'ঔপনিবেশিকতা’ কার্যত এখন নিশ্চিহ্ন। সেই সূত্র ধরেই এই রাস্তার নয়া নামকরণ করা হয়। (Photo bySanjeev Verma / Hindustan Times) (Hindustan Times)