Roosha Chatterjee: বিয়ে করে পাকাপাকিভাবে মার্কিন মুলুকে সংসার পাতছেন রুশা চট্টোপাধ্যায়। কার গলায় মালা দেবেন অভিনেত্রী? পাত্র পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাকরি করে মাইক্রোসফটে। চিনে নিন রুশার হবু বরকে।
1/6আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পর পাকাপাকিভাবে বরের সঙ্গে মার্কিন মুলুকে থাকবেন রুশা। তাই কেরিয়ারে ইতি টানছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6রুশার হবু বরের নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণের বাড়ি অশোকনগরে। মাইক্রোসফটে চাকরি করে অনুরণ, থাকে ওয়াটিংটনের সিয়াটেলে। (ছবি-সংগৃহীত)
4/6ঘুরতে বেজায় ভালোবাসে অনুরণ, হ্যাঁ হাইকিং-এর নেশা রয়েছে তাঁর। অ্যাডভেঞ্চার প্রিয় রুশার মনের মানুষ ছবি তুলতেও খুব পারদর্শী। (ছবি সৌজন্যে- লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম)
5/6মাত্র আট মাসের আলাপ রুশা-অনুরণের। তাঁদের বিয়েটা অ্যারেঞ্জড কাম লাভ! হ্যাঁ, শুরুতে বাড়ি থেকে বিয়ের কথা হয়, এরপর পরস্পরকে পছন্দ করেন দুজনে। গত আট মাস ধরে চুটিয়ে প্রেম করছেন। ইতিমধ্যেই আংটি বদলও সেরে ফেলেছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6বিয়ের পর যে অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টানছেন তাও জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। রুশার কথায়, ‘ইন্ডাস্ট্রিতে ১৩ বছর হয়ে গেল। এবার সব ছেড়ে বিদেশে যাওয়ার পালা। নতুন দেশে নতুনভাবে জীবনটা শুরু করতে চাই’।