বেশ কিছু ব্রোকারেজ সংস্থা এই Tata Motors-এর স্টক কেনার সুপারিশ করছে। JP Morgan, টাটা মোটর্সের স্টক-এ Buy রেটিং দিয়েছে। শেয়ারটির টার্গেট মূল্য রাখা হয়েছে ৫৩০ টাকা।
1/5টাটা গ্রুপের শেয়ারে বিনিয়োগ করার কথা ভাবছেন? সেক্ষেত্রে Tata Motors-এর স্টকের উপর নজর রাখতে পারেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5বেশ কিছু ব্রোকারেজ সংস্থা এই অটো স্টকটি কেনার সুপারিশ করছে। JP Morgan, টাটা মোটর্সের স্টক-এ Buy রেটিং দিয়েছে। শেয়ারটির টার্গেট মূল্য রাখা হয়েছে ৫৩০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/5বিশেষজ্ঞদের মতে, Tata Motors-এর আগামীর পরিকল্পনা বেশ ভালো। কোম্পানি আগামী অর্থবর্ষের মধ্যে শূন্য নেট ডেবিট ছুঁতে চাইছে। ফলে আগামিদিনে শেয়ারটি চড়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন তাঁরা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5বর্তমানে টাটা মোটর্সের শেয়ারের দাম ৪১০ টাকা করে। ১ বছর আগে, ১৪ জুন ২০২১-এ এই শেয়ারের দাম ছিল ৩৫৫ টাকার স্তরে। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (Reuters)