বাজার পর্যবেক্ষকদের ধারণা, শীঘ্রই ৪,০০০ টাকা পর্যন্ত চড়তে পারে টিসিএস-এর শেয়ার। ফলে এখন থেকেই এতে টাকা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
1/7TCS Shares: ৫২ সপ্তাহের সর্বোচ্চ থেকে ৭০০ টাকা কম। এমনই পর্যায়ে রয়েছে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেসের শেয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI Photo/Shashank Parade)
2/7বাজার পর্যবেক্ষকদের ধারণা, শীঘ্রই ৪,০০০ টাকা পর্যন্ত চড়তে পারে টিসিএস-এর শেয়ার। ফলে এখন থেকেই এতে টাকা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফাইল ছবি : পিটিআই (PTI Photo/Shashank Parade)
3/7২৮ জুন ২০২২ TCS-এর শেয়ারের দাম ছিল ৩,৩১৮.১৫ টাকা। গত এক মাসে TCS-এর শেয়ারের দাম ১.৭৪% বেড়েছে। তবে গত ৩ মাসে TCS-এর শেয়ারের দাম ১০.৫১% কমেছে।(ছবি সৌজন্য পিটিআই) (PTI Photo/Shashank Parade)
4/7গত ১২ মাসে TCS এর শেয়ারের দাম ০.৫৬% কমেছে। ফাইল ছবি: পিটিআই (PTI Photo/Shashank Parade)
5/7যদি গত ৩ বছরের পারফরম্যান্সের দিকে তাকাই, TCS-এর শেয়ারের দাম ৪৮.৯৮% বেড়েছে। TCS-এর স্টকের ৫২-সপ্তাহের সর্বোচ্চ ৪,০৪৩.০০ টাকা। ফাইল ছবি: পিটিআই (PTI Photo/Shashank Parade)
7/7এমকে গ্লোবাল সার্ভিসেস-এর মতে TCS-এর শেয়ার ৪,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ICICI ডাইরেক্ট-এর মতে, ৩,২৪৫ টাকার স্তরে এটি কেনা যেতে পারে। ফাইল ছবি: রয়টার্স (PTI Photo/Shashank Parade)