মাস কয়েক আগেই প্রেমে শিলমোহর দিয়েছেন রাহুল আর আথিয়া একসাথে ছবি দিয়ে।
1/5বছরখানেক ধরে প্রেমটা ডুবে ডুবে করলেও ২০২১ সালে স্বীকৃতি দেন আথ্য়া-রাহুল। সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সাথে ছবি দিয়ে ভালোবাসা জাহির করে দেন। এবার শোনা যাচ্ছে, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা! সত্যি কি তাই?
2/5এর আগে যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজে ভারতীয় দলের সাথে দেখা গিয়েছিল আথিয়াকে তখন ব্যাপারটা নিয়ে কথা বলেছিলেন সুনীল। জানিয়েছিলেন মেয়ে ভাইয়ের সাথে ইংল্যান্ডে গিয়েছেন। আর এবার আথিয়ার বিয়ের খবর নিয়ে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে প্রতিক্রিয়া দিতে দেখা গেল।
3/5টুইটারে ক্ষোভ উগড়ে দেন সুনীল। শুধু তাই নয় মেয়ের বিয়ের ভুল খবর ছাপানোয় ‘বলিউড হাঙ্গামা’কে তুলোধনা করার সুযোগও ছাড়েন না তিনি। অভিনেতার এই টুইট ভাইরাল হয়েছে। কেউ কেউ যেমন সুনীলের সাথে সহমত পোষণ করেছেন ‘ভুল সাংবাদিকতা’ নিয়ে, তো কারও মতে একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন ‘ধড়কন’ অভিনেতা।
4/5‘তড়প’র প্রোমোশনে প্রথমবার একসাথে জনসম্মুখে আসেন আথিয়া আর রাহুল। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন আথিয়ার ভাই আহান শেট্টি।