KKR fans celebrate amid Cyclone Remal: KKR জিততেই ফাটল বাজি! প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই রাস্তায় বেরিয়ে বাজানো হল ঢাক
Updated: 26 May 2024, 11:44 PM ISTটিপ্পনি, কটাক্ষ, অপমান- কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফ্যানদের কোনওটাই নতুন নয়। কিন্তু সেটার জবাব যে তাঁরা দিতে পারেন, তা ফের প্রমাণিত হল। ২০১১ সাল পর্যন্ত যে কটাক্ষ শুনতে হয়েছিল, তা মুছে দিয়েছিল ২০১২ সাল। ২০২৪ সালেও সেটার পুনরাবৃত্তি হল। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়লেন কেকেআর ফ্যানরা।
পরবর্তী ফটো গ্যালারি