মন্নতের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ ভক্তরা। চলছে আরিয়ানের ঘরে ফেরার সেলিব্রেশন।
1/5বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের তরফে জামিন মঞ্জুর হল আরিয়ান খানের। যদিও আজ রাতটাও আর্থার রোড জেলেই কাটাবেন শাহরুখ পুত্র। শুক্রবার ঘরে ফিরতে পারেন। আজ তাই উৎসবের আমেজ মন্নতে। শুধু শাহরুখ-গৌরী নন, খুশির জোয়ারে ভাসল শাহরুখ-ভক্তরাও।
2/5মন্নতের বাইরে জমিয়ে হল সেলিব্রেশন। ‘ওয়েলকাম হোম প্রিন্স আরিয়ান’ লেখা ব্যানার নিয়ে ভির জমাল জনতা। বাজি ফাটিয়ে উল্লাসে মাততে দেখা গেল সকলকে।
3/5আরিয়ানের গ্রেফতার থেকে শুরু করে জামিন খারিজ হয়ে যাওয়া, শাহরুখ খান পাশে পেয়েছেন তাঁর ভক্তদের। বলিউড থেকে মিকা সিং, স্বরা ভাস্কর, হৃতিক রোশন, সুজন খান-র মতো তারকারাও প্রকাশ্যে আরিয়ানের হয়ে আওয়াজ উঠিয়েছিলেন।
4/5মন্নতের বাইরে জমায়েত ছিল চোখে পড়ার মতো।
5/5২ অক্টোবর মাদক মামলায় আটক হন আরিয়ান। তারপর ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করে NCB। আরিয়ানের মাদক মামলায় রাজনৈতির রং খুঁজে পেয়ে প্রতিবাদ জানিয়েছিল একটা বড় অংশ। যদিও শাহরুখ বা গৌরী এই নিয়ে কেনও মন্তব্য করেননি। গত সপ্তাহে আর্থার রোড জেলে ছেলের সাথে দেখা করতে এসেছিলেন শাহরুখ। সে সময়েও মিডিয়ার নানা প্রশ্নের উত্তরে কোনও জবাব দেননি বাদশা।