ফাদার্স ডে উপলক্ষ্যে অনেকেই ফিরে যান ছোটবেলার স্মৃতিতে। সদ্য বাবা হয়ে ওঠা ব্যক্তিরা ভবিষ্যতের স্বপ্ন দেখেন সন্তানকে নিয়ে। এই মধুর সম্পর্কের মাঝে দেখে নেওয়া যাক জ্যোতিষ মতে রাশি অনুযায়ী কোন কোন জাতকরা ‘কুলেস্ট ড্যাড’!
1/12বাবারা চিরকালই স্পেশ্যাল। তাঁদের সঙ্গে সন্তানের সম্পর্ক উদযাপনের জন্য লাগে না আলাদা কোনও বিশেষ দিন। তবে প্রতিবছরের মতো ২০২২ সালেও পালিত হচ্ছে ফাদার্স ডে। এই দিবস উপলক্ষ্যে দেখে নেওয়া যাক, জ্যোতিষ মতে রাশি অনুযায়ী কোন রাশির ব্যক্তি কেমন ধরনের 'বাবা'? কী রয়েছে তাঁদের বিশেষ বৈশিষ্ট।
2/12মেষ-সন্তানের সঙ্গে খেলতেই যেমন এঁরা পছন্দ করেন, তেমনই সন্তানের জন্য লড়াই করতেও এঁরা পিছপা হন না। এনার্জিতে কোনও দিনও খামতি থাকে না মেষ রাশির যে সব জাতকরা বাবা হয়েছেন তাঁদের।
3/12বৃষ- এই বাবাদের ওপর ভরসা রাখা যায়। বিশ্বে যাই ঘটে যাক না কেন, দায়িত্ববান বাবা হিসাবে চিরকালই সন্তানের পাশে থাকেন এঁরা। তবে সময়ে সময়ে এঁরা খুব রেগে যান আর গোঁড়ামিও করে থাকেন। তবে তা সন্তানের প্রতি ভালবাসার থেকেই হয়!
4/12মিথুন- এই রাশির জাতক জাতিকারা খুবই হইচই করতে পছন্দ করেন। এঁরা আড্ডা থেকে শুরু করে হইচই করে সন্তানদের সঙ্গে জীবন কাটাতে খুবই ভালবাসেন।
5/12কর্কট-সন্তানের জন্য রান্না করতে বলুন এই কর্কট রাশির 'বাবা'রা সবসময়ই এক পায়ে খাঁড়া! সন্তানের দুঃখে কেঁদে কেটে একসারও করে ফেলেন তাঁরা। তবে সন্তানের সামনে মনের কষ্ট কখনওই জানান দিতে চান না এই রাশির বজ্রকঠিন বাবারা!
6/12সিংহ-খুবই গর্বিত সাহসী বাবা বলতে যা বোঝায়, এই রাশির জাতকরা বাবা হলে তেমনই হন! নিজের সন্তানকে রক্ষা করতে এঁরা একচুল জমি ছাড়েন না। এঁদের পরিবারের প্রতি নিবেদিত প্রাণ অনেকেরই নজর কাড়ে।
7/12কন্যা-খুবই জ্ঞানী স্বভাবের বাবা হিসাবে পরিচিত এঁরা। সন্তানের পড়াশোনায় সাহায্য থেকে সন্তানকে সঠিক পথে চালিত করতে এই রাশির বাবারা কোনও কসরৎ করতে ছাড়েন না।
8/12তুলা-সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এই রাশির বাবাদের। সব সময় পরিবারকে একসঙ্গে নিয়ে হইহই করতে এঁরা খুবই পছন্দ করেন। এমন বাবাকে বাড়িতে সারাক্ষণ পেতে আগ্রহী থাকেন সন্তানরা।
9/12বৃশ্চিক-সন্তানের প্রতি এঁদের দায়িত্বশীলতা প্রশংসাযোগ্য। চুপচাপ থাকেন, তবে পরিবারের সমস্ত দিক এঁরা খেয়াল করেন। আর সেই অনুযায়ী সন্তানকে রক্ষাও করে নেন এই সুপার ড্যাডরা!
10/12ধনু-ধনু রাশির জাতকরা বাবা হিসাবে দারুন মজাদার! হইহই করে সারপ্রাইজ দেওয়া। বেড়াতে যাওয়া, ক্রমাগত কাজ করা সমস্ত মিলিয়ে ধনু রাশির জাতকরা বাবা হলে দারুন হইচই করেন।
11/12মকর- মকর রাশির জাতকরা বাবা হিসাবে খুবই কর্মঠ। এঁজের সন্তানদের নিয়ে বহু স্বপ্ন থাকে, যা নিয়ে এঁরা কার্যত একবগ্গা! তবে সন্তান যাতে লক্ষ্যপূরণ করতে পারে, তা নিয়ে চিরকালই এককাট্টা মকর রাশির জাতক জাতিকারা।
12/12কুম্ভ- কুম্ভ রাশির জাতক বাবারা খুবই বুদ্ধিমান। নিজের মজার কথায় সন্তানের ভুলিয়ে তাদের সঙ্গে মিশেও যেতে পারেন, তাদের খেয়ালও রাখতে পারেন। যাতে সন্তান সৃষ্টিশীল কিছু করে, চিরকালই সেটা চান কুম্ভ রাশির বাবারা।