গতরাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচের তখন ৭৮ মিনিট। খুব ... more
গতরাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচের তখন ৭৮ মিনিট। খুব সহজেই ম্যাচ জিতবে বলে ভেবেই নিয়েছিলেন মেসিরা। তখনই নেদারল্যান্ডসের হয়ে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ওয়াউট ওয়েঘর্টস। সেই ওয়েঘর্টসই খেলার মোড় বদলে দেন গতকাল। ম্যাচ শেষে সেই ওয়েঘর্সকেই চরম অপমান করেন মেসি।
1/5গতরাতের ম্যাচে ৮৩ মিনিটে একটি গোল শোধ করেন ওয়াউট ওয়েঘর্টস। পরে ১০১ মিনিটে (১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল) সমতা ফিরিয়ে অতিরিক্ত সময় নিয়ে যান ম্যাচটিকে। এহেন ওয়েঘর্টসই মেসির অপমানের শিকার হন গতকাল। (AP)
2/5গতরাতে ম্যাচ শেষে এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেসি। সেই সময় দূর থেকে দাঁড়িয়ে তাঁকে দেখছিলেন ওয়েঘর্টস। সাক্ষাৎকার থামিয়ে মেসি ডাচ তারকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর রেগে গিয়ে বলেন, ‘কী দেখছি? স্টুপিড কোথাকারের, যাও এখান থেকে।’ (AP)
3/5সাধারণ শান্ত স্বভাববের মেসির এহেন আচরণে হতবাক অনেকেই। তাঁকে মাঠে বা মাঠের বাইরে সেভাবে নিজের রাগ প্রকাশ করতে দেখা যায় না সেভাবে। তবে গতরাত ছিল ব্যতিক্রম। আসলে, ম্যাচ চলাকালীন গতকাল দুই দলেরই ফুটবলাররা একাধিকবার একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, একবার তো গোটা ডাচ ডাগআউট মাঠে চলে এসেছিল। এই আবহে ম্যাচ শেষে নিজের মাথা ঠিক রাখতে পারেননি আর্জেন্তাইন অধিনায়ক। (AP)
4/5গতকাল মাঠে মেসি নিজে দুর্দান্ত খেলেন। গোল করান, নিজে গোল করেন। পরে পেনাল্টি শুটআউটেও দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সত্যিকারের নেতার মতো দলকে কাঁধে তুলে সেমির টিকিট নিশ্চিত করেন এলএম১০। (AP)
5/5এদিকে শুটআউটে দুটি পেনাল্টি বাঁচানো আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও ডাচদের উদ্দেশে অকথ্য ভাষা প্রয়োগ করেন। তিনি বলেন, ‘আমি দু’বার তোমাদের ****! দু’বার! তোমরা ****’ (AP)