FIFA World Cup 2022: লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানা রোনাল্ডো - এবার সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন ১১ জন তারকা। কোন কোন তারকার কাতারেই শেষ বিশ্বকাপ হতে চলেছে, তা দেখে নিন -
1/11লিওনেল মেসি: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। ২০০৬ সাল, ২০১০ সাল, ২০১৪ সাল এবং ২০১৮ সাল - চারটি বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তবে সেই কাপটা ছোঁয়া হয়নি। ৩৫ বছরের আর্জেন্টিনা অধিনায়ক এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ। যাঁর পায়ের জাদুতে মুগ্ধ সমগ্র ফুটবল বিশ্ব, তাঁর এই বিশ্বকাপ জীবনের সায়াহ্নে পৌঁছে হাতে সোনার ট্রফিটি না থাকলে ব্যথিত হবেন সমর্থকরা। (ছবি সৌজন্যে এএফপি)
2/11২) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: ৩৭ বছরের তারকা ক্লাব জীবনে প্রায় সমস্ত শিরোপাই ছুঁয়ে ফেলেছেন। দেশের জন্য নিয়ে এসেছিলেন ইরো কাপও। তবে তাঁরও ঝুলিতে নেই বিশ্বকাপ। কয়েকদিন আগের একটি সাক্ষাৎকারে রোনাল্ডো জানান, এইবার বিশ্বকাপ হাতে এলে তিনি নিশ্চিত অবসর নিয়ে নেবেন। তবে এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ হবে। এমনটাই মনে করছেন সমর্থকরা। (ছবি সৌজন্যে এএফপি)
3/11লুইস সুয়ারেজ: এটাও সম্ভবত সুয়ারেজের শেষ বিশ্বকাপ হতে চলেছে। ২০১০ সালের বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পরও হাতে আসেনি বিশ্বকাপ। ২০১১ সালে নিজের দেশের হাতে কোপা আমেরিকা তুলেছিলেন। বিশ্বকাপের মাঠে একাধিক বিতর্কেও জড়িয়েছেন তিনি। তবু সমর্থকদের মনে লালিত হয়েছে সুয়ারেজের ফুটবলের জাদু। এই বিশ্বকাপ তাঁরও শেষ যুদ্ধ হবে। এমনটাই মনে করা হচ্ছে। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/11৪) লুকা মদ্রিচ: রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলিতে দীর্ঘদিন ধরে মিডফিল্ড সামলাচ্ছেন তিনি। একাধিক ক্লাব স্তরের প্রতিযোগিতা জিতিয়েছেন। গতবার দেশকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালে। তবে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। ৩৭ বছরের লুকা মড্রিচের এটাই হয়ত শেষ বিশ্বকাপ। এই শেষবার হয়ত বিশ্বকাপের ময়দানে দেশের জার্সি গায়ে মাঝমাঠ সামলাবেন লুকা। (ছবি সৌজন্যে এএফপি)
5/11৫) সার্জিও বুস্কেতস: ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেনের একাদশে ছিলেন তিনি। ৩৪ বছরের বুস্কেতসের এটাই হয়ত শেষ বিশ্বকাপ হতে চলেছে। ঝুলিতে বিশ্বকাপ থাকলেও দেশের জার্সিতে মাঠে নামার স্বাদ আলাদা। (ছবি সৌজন্যে রয়টার্স)
6/11৬) থমাস মুলার: ৩৩ বছরের থমাস মুলার। ২০১০ সালের বিশ্বকাপে নজর কেড়েছিলেন দর্শকদের। মাঝমাঠ থেকে তাঁর অ্যাসিস্ট এবং চমৎকার ফিনিশিং মনে ধরেছিল ফুটবল বিশ্বের। ২০১৪ সালে বিশ্বকাপের মাঠেও সেই চমক দেখিয়েেছিলেন থমাস মুলার। জয়ী হয়েছিল জার্মানি। তবে এবার তিনি জানিয়ে দিয়েছেন যে, এই বিশ্বকাপেই ফুটবল জীবনের ইতি টানবেন তিনি।
7/11৭) জর্ডি আলবা: ৩৩ বছরের এই স্প্যানিস লেফ্ট ব্যাক স্পেনের রক্ষণভাগের একজন গুরুত্বপূর্ণ মুখ। ২০১০ সালে বিশ্বকাপ জেতে স্পেন। তবে সেই দলে আলবা ছিলেন না। তিনি দেশের প্রথম সারির দলে খেলার প্রথম সুযোগ পান ২০১১ সালের ৩০ সেপ্টেম্ববর। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দেশকে হারের মুখ থেকে ফিরিয়ে আনেন আলবা। এই বিশ্বকাপে তাঁর লড়াইও নেহাত তুচ্ছ না। ২০১০ সালে যে বিশ্বকাপ তিনি ছুঁতে পারেননি। তাঁর এই শেষ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণের পথেই তিনি এগোবেন।
8/11৮) থিয়াগো সিলভা: পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশ ব্রাজিল। তবে শেষ কটি বিশ্বকাপে ফাঁকা হাতেই ঘরে ফিরতে হয়েছে তাঁদের। আর এই ২০২২ বিশ্বকাপে ব্রাজিল দলের রক্ষণভাগে মজবুত প্রাচীর থিয়াগো সিলভা। ৩৮ বছরের এই খেলোয়াড়ের এটাই হয়ত শেষ বিশ্বকাপ। আর তাই এবার যেন তাঁর প্রস্তুতিও চরমে।
9/11৯) পেপে: রোনাল্ডোর পরে পর্তুগাল দলের আরেকটি ভরসার নাম পেপে। ৩৯ বছরের এই খেলোয়াড়ও অপেক্ষায় রয়েছেন একটি বিশ্বকাপের। তাই ২০২২ কাতারে নিজের শেষ বিশ্বকাপে পর্তুগালের হাতে সোনার ট্রফিটি তুলে দিতে মাঠে নামবেন পেপে।
10/11১০) ড্যানি এ্যালভেজ: ৩৯ বছরের ড্যানি এ্যালভেজকে ফেরানো হয়েছে ব্রাজিল স্কোয়াডে। তবে নিঃসন্দেহে একথা বলা যায়, যে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তেমনটাই জানিয়েছেন এই খেলোয়াড় নিজেও। তাই এবার ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো তাঁর খেলা দেখতে উৎসুক বিশ্ব ফুটবলের সমর্থকেরা।
11/11১১) ম্যানুয়েল ন্যয়ার: ৩৬ বছরের জার্মান অধিনায়ক শেষ তিনটি বিশ্বকাপ জার্মান গোলে প্রাচীর হয়ে উঠেছেন। ২০১৪ সালে বিশ্বকাপ হাতে তুলেছিলেন। এবাবরও তিনি দেশের জন্য শেষ বিশ্বকাপ খেলবেন কাতারের মাঠে। (ছবি সৌজন্যে এএফপি)