২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপের কোন কোন দল অংশগ্রহণ করবে তা মোটমুটি নির্ধারিত হয়ে গিয়েছে। তবে প্রতি বারের মতো এই বিশ্বকাপেও বেশ কিছু ফুটবল জগতের মহাতারকাদের খেলতে দেখা যাবে না। এক নজরে দেখা নেওয়া যাক সেইসব তারকাদের যাদের দল কাতারের টিকিট পাইনি।
1/5গত বছরই উয়েফা ইউরোর টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছিলেন জিয়ানলুইজি দোনারুমা। তবে কাতারে আসন্ন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ইউরো চ্যাম্পিয়ন ইতালি। সুতরাং, দোনারুমাকেও বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।
2/5মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মহম্মদ সালাহ। তবে আফকন ফাইনালের মতো বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচেও সেনেগালের বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে হেরে যায় সালাহর দল মিশর। ফলে কাতারে অনুপস্থিত থাকবেন ‘ইজিপশিয়ান কিং’।
3/5বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার রিয়াদ মাহরেজ। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রিমিয়র লিগে প্রায়শই মাঠে ফুল ফোটাতে দেখা যায় মাহরেজকে। তবে চরম নাটকীয় ভঙ্গিমায় ক্যামারুনের বিরুদ্ধে এক্স্ট্রা টাইমের ইনজুরি টাইমে গোল খেয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় আলজিরিয়া তথা মাহরেজের।
4/5কিছু বছর আগেই লাতিন আমেরিকা অন্যতম সেরা দল ছিল চিলি। জিতেছিল নাগাড়ে দুই কোপা আমেরিকাও। তবে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারল না চিলি। ফলে সম্ভবত চিলির সর্বকালের সেরা দুই ফুটবলার ৩৩-র অ্যালেক্সিস স্যাঞ্চেজ এবং ৩৪-র আর্তুরো ভিদালকে হয়তো আর কোনওদিনই বিশ্বকাপের মঞ্চে খেলতে দেখা যাবে না।
5/5সদ্যই জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ এবং ইউরো খেলার উদ্দেশ্যে অবসর ভেঙে বেরিয়ে এসেছিলেন ৪০-এর জ্লাটান ইব্রাহিমোভিচ। তবে প্রথমে হাঁটুর চোটের কারণে ইউরো থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারল না তাঁর দল সুইডেন। কাতারে ইব্রার অনুপস্থিতি কিন্তু টুর্নামেন্টের জৌলুস অনেকটাই কমিয়ে দিল।