কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, মরক্কো এবং ফ্রান্স- এই চার দল। কবে, কখন সেমিফাইনালের ম্যাচ হবে, কী সূচি রয়েছে, জেনে নিন বিস্তারিত।
1/6শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস লিখল মরক্কো। আরও একটি রূপকথার রাত অ্যাটলাস লায়ন্সদের। ক্রোয়েশিয়াকে রুখে দেওয়ার পর বেলজিয়াম, স্পেন, পর্তুগালের বিরুদ্ধে জয়। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো। ম্যাচের একমাত্র গোল করেন এন নাসেরি। মরক্কোর দাপটে শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন। প্রথম বার আফ্রিকার কোনও দেশ বিশ্বকাপের সেমিতে পৌঁছে ইতিহাস লিখে ফেলল।
2/6ফ্লুকে সেমিফাইনালে ওঠেনি মরক্কো। যোগ্য দল হিসেবেই উঠেছে। অঙ্ক কষে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলেই কিন্তু বিশ্বকাপের মঞ্চে বাজিমাত করে চলেছে আফ্রিকার দলটি। তবে সেমিফাইনালে তাদের সামনে বড় গাঁট। শেষ চারের লড়াইয়ে তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের।
3/6ফ্রান্স শনিবার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ইংল্যান্ড আরও একবার চোকার্সের তকমা নিয়েই বিশ্বকাপকে বিদায় জানায়। ২-১ এ দিন জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে সেমিতে কিন্তু মরক্কো থাকলেও ফ্রান্সের লড়াইটা মোটেও সহজ হবে না বলে মনে করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞই।
4/6সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ১৫ ডিসেম্বর। ভারতীয় সময়ে মাঝরাত ১২টা ৩০ মিনিটে। (যেহেতু ১২টার পর ম্যাচ, তাই তারিখ ১৫ ডিসেম্বর)।
5/6এ দিকে আর্জেন্তিনা আবার টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আর্জেন্তিনা সেমিতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।
6/6ক্রোয়েশিয়া ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া ম্যাচটি হবে ১৪ ডিসেম্বর। ভারতীয় সময়ে মাঝরাত ১২টা ৩০ মিনিটে। (১২টার পর ম্যাচ, তাই তারিখ ১৪ ডিসেম্বর)।