বাংলা নিউজ >
ছবিঘর >
Finance Astrology: অর্থ সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে পুজো করার পর ফুল এই জায়গাটিতে রাখুন! জ্যোতিষ টোটকা একনজরে
Finance Astrology: অর্থ সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে পুজো করার পর ফুল এই জায়গাটিতে রাখুন! জ্যোতিষ টোটকা একনজরে
Updated: 19 Jun 2022, 09:13 PM IST
লেখক Sritama Mitra
জ্যোতিষ মতে বলা হচ্ছে, যদি অর্থভাগ্য তুঙ্গে রাখতে হয়, তাহলে পুজো করার পর ফুল একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আর তাতেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি।
1/6অর্থভাগ্য তুঙ্গে রাখতে অনেকেই চেষ্টা করে থাকেন। বহু পরিশ্রমের পরও অর্থ সুখ সকলের থাকে না। জ্যোতিষমতে বলা হচ্ছে, সম্পত্তি হোক বা অর্থ, এটি হাতে না আসলে জেনে নিতে হবে কোথায় বাধা তৈরি হচ্ছে, সেই জায়গাটি। ছবি সৌজন্য- Photo by Santosh Kumar /Hindustan Times
2/6জ্যোতিষ মতে বলা হচ্ছে, যদি অর্থভাগ্য তুঙ্গে রাখতে হয়, তাহলে পুজো করার পর ফুল একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আর তাতেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি।
3/6বলা হচ্ছে, পুজোর ফুল কোথাও ফেলতে ইচ্ছা না করলে তা লাল কাপড়ে মুড়ে আসমারিতে রেখে দিন। এতে সম্পত্তি, অর্থ উত্তরোত্তর বাড়বে।
4/6বাড়িতে পুজো করার পর ফুল কোথায় ফেলা হবে তা নিয়ে ভাবনা হয়। জ্যোতিষ টোটকা অনুযায়ী, ফুলগুলি বাড়ির গাছের টবের মাটিতে ফেলে দিন। এতে সংসারে অমঙ্গল হয় না। (ছবি-সংগৃহিত)
6/6মন্দিরে যদি পুজোর পর পুরোহিত আপনার হাতে কোনও ফুল দিয়ে দেন, তাহলে তা বাড়ি এনে আলমারিতে যেখানে টাকা পয়সার ব্যাগ রাখেন সেখানে রাখুন। এতে মিলবে আর্থিক উন্নতি। ঘরে আসবে সম্পত্তি। (PTI Photo)