1/10ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে কেরলে। তার পরেই দক্ষিণ ভারতের রাজ্যে উচ্চপর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দল পাঠাতে চলেছে কেন্দ্র। কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই মাঙ্কিপক্স? এই রোগটি সম্পর্কে কী কী জেনে রাখা দরকার।
2/10সম্প্রতি এই রোগটির সূচনা হয়েছিল ইংল্যান্ডে। সে দেশের এক জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। তিনি তার আগে নাইজেরিয়ায় গিয়েছিলেন। সেখান থেকেই এই রোগটিতে তিনি সংক্রমিত হয়েছিলেন বলে আশঙ্কা। এর পরেই মাঙ্কিপক্স ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন দেশে।
3/10এটি এক ধরনের zoonosis অসুখ। অর্থাৎ অন্য প্রাণীদের থেকে এটি মানুষের মধ্যে সংক্রমিত হয়। এই ভাইরাসটির ক্ষেত্রে বাঁদরের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় রোগটি। সেখান থেকেই এমন নামকরণ।
4/10স্মলপক্সের মতোই উপসর্গ দেখা যায় এই রোগর ক্ষেত্রে। যদিও এর ভয়াবহতা স্মলপক্সের তুলনায় কম। জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, কাঁপুনি মোটামুটি এমন উপসর্গই দেখা যায় মাঙ্কিপক্সের ক্ষেত্রে।
5/10কীভাবে ছড়ায় এই মাঙ্কিপক্স? চিকিৎসকদের মতে, সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে এটি ছড়াতে পারে। সংক্রমিত প্রাণীর ক্ষত, কামড়, লালা থেকে মানুষ আক্রান্ত হতে পারে এতে। শুধু তাই নয়, সংক্রমিত কোনও প্রাণীর মাংস ঠিক করে সময় নিয়ে রান্না না করা হলেও, তা থেকে ছড়াতে পারে এই অসুখ। এছাড়া সংক্রমিত ব্যক্তির থেকেও অন্য ব্যক্তির শরীরে ছড়াতে পারে এই ভাইরাস।
6/10কীভাবে বাঁচা যায় এই অসুখ থেকে? আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল একটি নির্দেশিকা জারি করেছে এই বিষয়ে। সেখানে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্তের সঙ্গে যৌনমিলনে বিরত থাকতে। আক্রান্তের সঙ্গে চুম্বন করা থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে। হস্তমৈথুন বা স্বমেহন নিয়েও সাবধান করা হয়েছে। বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত কারও সঙ্গে দেখা হলে, তার পরে হস্তমৈথুনের আগে নিজেকে ভালো করে পরিষ্কার করে নিতে। না হলেও ছড়াতে পারে এই অসুখ।
7/10তবে এখনও পর্যন্ত এই পক্সে মৃত্যুর হার খুবই কম। কিন্তু অতি দ্রুত এটি ছড়িয়ে পড়ছে। আর সেটিই উদ্বিগ্ন করেছেন World Health Network-এর বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে হারে এটি ছড়াচ্ছে, তাতে এর মিউটেশন হতে পারে। ভবিষ্যতে এই সংক্রমণে মৃত্যুর হার যে বাড়বে না, তা বলা যায় না। পাশাপাশি আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে মাঙ্কিপক্সে বহু মানুষ দৃষ্টিশক্তি হারাতেও পারেন। বিভিন্ন অঙ্গও বিকল হয়ে যেতে পারে এতে।
8/10কীভাবে সারে এই রোগ? কত দিন লাগতে পারে সারতে? সে সম্পর্কেও ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা।
9/10চিকিৎসকরা বলছেন ২ সপ্তাহের মধ্যে সেরে যায় মাঙ্কিপক্স। এটি নিজে থেকেই সেরে ওঠে বেশিরভাগ কেসে। তবে প্রয়োজনে ওষুধের দরকার পড়ে।
10/10অল্প থাকতেই বা লক্ষণ দেখা দিলে চিকিৎসায় সেরে ওঠে মাঙ্কিপক্স, বলছেন চিকিৎসকরা।