সোশ্যাল মিডিয়া জুড়ে অপটিক্যাল ইলিউশনের নানান পোস্ট চলছে। এই নিয়ে নানান খেলাও চলছে। তবে বহু মাথা চুলকিয়েও একাধিক অপটিক্যাল ইলিউশনের উত্তর খুঁজে পাওয়া যায় না। অপটিক্যাল ইলিউশনের 'ভুলভুলাইয়া' থেকে যতক্ষণ না বেরোনো যাচ্ছে, ততক্ষণ স্বস্তিও আসে না। এমনই একটি ভিজ্যুয়াল চ্যালেঞ্জের ছবি পোস্ট করেছেন আইএএস অবনীশ শরণ।
1/4অপটিক্যাল ইলিউশন কীভাবে আপনার দৃষ্টি আর ভাবনার গতিবিধি নিয়ে খেলবে, তা সহজে ধরা কঠিন। যাঁরা এই ইলিউশনের সমাধানের মজা উপভোগ করতে ভালোবাসেন, তাঁদের কাছে এটি নেশার মতো খেলা। এমনই একটি অপটিক্যাল ইলিউশন সদ্য ভাইরাল হয়েছে, যেখানে খুঁজে বের করতে হবে একটি সংখ্যা।
2/4সোশ্যাল মিডিয়া জুড়ে অপটিক্যাল ইলিউশনের নানান পোস্ট চলছে। এই নিয়ে নানান খেলাও চলছে। তবে বহু মাথা চুলকিয়েও একাধিক অপটিক্যাল ইলিউশনের উত্তর খুঁজে পাওয়া যায় না। অপটিক্যাল ইলিউশনের 'ভুলভুলাইয়া' থেকে যতক্ষণ না বেরোনো যাচ্ছে, ততক্ষণ স্বস্তিও আসে না। এমনই একটি ভিজ্যুয়াল চ্যালেঞ্জের ছবি পোস্ট করেছেন আইএএস অবনীশ শরণ।
3/4বেশি কিছু নয়, কয়েক সেকেন্ডের মধ্যে ওই অপটিক্যাল ইলিউশনের দিকে চোখ রেখে বলে দিতে হবে যে, ছবির মধ্যে কোথায় লেখা রয়েছে কয়েকটি সংখ্যা। এছাড়াও বলতে হবে যে কোন কোন সংখ্যা তাতে লেখা রয়েছে।
4/4এই টুইট দেখে একজন নেটিজেন লিখছেন, উত্তরটি হল ‘৩৫৭১৪’, অন্যজন বলছেন ‘৫৭১’। আবার অনেকে এই ছবিতে ‘৬৮২’ খুঁজে পেয়েছেন। আপনি নিজে যাচাই করে দেখে বলুন, তো আসলে এই ছবিতে কোন কোন সংখ্যা আর মূলত কয়টি সংখ্যা রয়েছে?