আজকাল সকলেই নিরাপদ দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্পের খোঁজে থাকেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে কোথাও একটা বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণও বটে। বার্ধ্যককলে এই সঞ্চিত অর্থই জরুরি পরিস্থিতিতে আমাদের কাজে লাগবে। এমন পরিস্থিতিতে, কোনও আমানতকারী পোস্ট অফিসের একাধিক স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে একদিকে আপনার অর্থ নিরাপদ থাকবে, অন্যদিকে আপনি কর ছাড়ের সুবিধাও পাবেন।
1/5পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট স্কিমে আর্থিক নিরাপত্তার পাশাপাশি ভালো রিটার্ন পেয়ে থাকেন আানতকারীরা। বর্তমানে এতে ৭.১ শতাংশ হারে বর্তমানে সুদ দেওয়া হচ্ছে। এই অ্যাকাউন্টে ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও রয়েছে। যদি এই অ্যাকাউন্টে দৈনিক ৪১৭ টাকা করে ২৫ বছরের জন্য জমানো যায়, তাহলে মেয়াদপূর্তিতে আপনি কোটিপতি হয়ে যাবেন। প্রসঙ্গত, এই স্কিমটির আসল মেয়াদ ১৫ বছর। তবে পাঁচ বছর করে মেয়াদ বর্ধিত করা যায়।
2/5ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস টাইম ডিপোজিট অন্যতম জনপ্রিয় একটি স্কিম। এই পোস্ট অফিস স্কিমটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই৷ আপনি এতে ৫ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন। গ্রাহকরা এতে দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেতে পারেন। স্কিমটিতে ন্যূনতম ১০০০ টাকা করে বিনিয়োগ করা যেতে পারে। যদিও এতে বিনিয়োগের কোনও উচ্চসীমা নির্ধারণ করা হয়নি। এই স্কিমটিতে আপনার বিনিয়োগের উপর বার্ষিক ৭ শতাংশ সুদ পাবেন।
3/5বিনিয়োগের বিকল্প হিসেবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি দেশে বেশ জনপ্রিয়। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে অনেক দ্রুত হারে আপনার টাকা দ্বিগুণ করতে পারে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এনএসসির মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর। এই স্কিমে বর্তমানে ৬.৮ শতাংশ বার্ষিক হারে সুদ দেওয়া হচ্ছে। যেকোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে এই সুদের হার অনেকটাই বেশি। কেউ এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনও পরিমাণ এনএসসি-তে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় মিলবে।
4/5প্রবীণ নাগরিক বা বয়স্কদের কথা মাথায় রেখে পোস্ট অফিসে শুরু করা হয়েছিল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। ৬০ বছর বা তার বেশি বয়সি যেকোনও আমানতকারী এতে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বার্ষিক ৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল পাঁচ বছর। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে কর ছাড়ে সুবিধার পাওয়া যায়।
5/5ভবিষ্যতে মেয়ের পড়াশোনা বা বিয়ের কথা মাথায় রেখে যদি অর্থ সঞ্চয় করতে চান, তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করতে পারেন। যদি আপনার মেয়ের বয়স ৩ বছর হয় এবং আপনি প্রতি মাসে ২,৫০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে বিয়ের বয়স নাগাদ এই টাকার পরিমাণ ১৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে। বর্তমানে এর সুদের হার ৭.৬৯ শতাংশ। এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারার আওতায় কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে।