দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে আসছে রাফাল। সোমবার (২৭ জুলাই) ফ্রান্সের একটি বায়ুঘাঁটি থেকে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে সেই অত্যাধুনিক যুদ্ধবিমান। ফ্রান্স থেকে ওড়ার আগে দেখে নিন রাফালের কয়েকটি মায়াবী ছবি -
1/6ভারতে আসার জন্য তৈরি রাফাল। ফ্রান্সের একটি বায়ুঘাঁটির বাইরে দাঁড়িয়ে সেই অত্যাধুনিক যুদ্ধবিমান। সূর্যেল আলোয় রীতিমতো মায়াবী দেখাচ্ছে। (ছবি সৌজন্য টুইটার @Indian_Embassy)
2/6মোট ৩৬ টি রাফালের বরাত দিয়েছিল ভারত। ২০১৬ সালের সেপ্টেম্বরে ৫৯,০০০ কোটি টাকার সেই চুক্তি স্বাক্ষর হয়েছিল। (ছবি সৌজন্য টুইটার @Indian_Embassy)
3/6রাফালের ভারতীয় পাইলটদের সঙ্গে কথা বলছেন ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আসরাফ। (ছবি সৌজন্য, টুইটার @Indian_Embassy)
4/6ফ্রান্স থেকে ওড়ার আগে পাইলট, ভারতীয় আধিকারিকদের ফোটো সেশন। (ছবি সৌজন্য, টুইটার @Indian_Embassy)
5/6প্রায় ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে সংযুক্ত আরব আমিরশাহির একটি বায়ুঘাঁটিতে দাঁড়াবে রাফাল। সেখানে তেল ভরে দেবে ফরাসি বায়ুসেনার ট্যাঙ্কার। (ছবি সৌজন্য, টুইটার @Indian_Embassy)
6/6আগামী ২৯ জুলাই বায়ুঘাঁটি আম্বালায় ভারতীয় বায়ুসেনায় যুক্ত হবে রাফাল। (ছবি সৌজন্য, টুইটার @Indian_Embassy)