আইপিএল ২০২২-এ ইতিমধ্যে নজর কেড়েছেন ভারতের তরুণরা। তার মধ্যে চার-পাঁচ জনকে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে সরব হয়েছেন অনেকেই। বিশেষ করে অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু কড়া নাড়তে পারে আইপিএলে নজর কাড়া এই ৫ তারকা।
1/5এ বার আইপিএলে জম্মু কাশ্মীরের প্লেয়ার উমরান মালিক নজর কেড়েছেন। তাঁর বলের গতিতে তিনি সকলকে মাত করে দিচ্ছেন। বলের গতি যেমন রয়েছে, তেমন উইকেটও পাচ্ছেন। ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। ছবি: এএনআই
2/5নজর কেড়েছেন গুজরাট টাইটানসের রাহুল তেওয়াটিয়াও। মিডল অর্ডারে ব্য়াট করেন। সব সময়ে যে ব্যাট করার সুযোগ পাচ্ছেন, বা বল বেশি পাচ্ছেন, তা নয়। কিন্তু যখনই সুযোগ পাচ্ছেন, তখনই নিজেকে উজাড় করে দিচ্ছেন। ১৩ ম্যাচ খেলে ২১৫ রান করে ফেলেছেন তেওয়াটিয়া। প্রয়োজনে বলও করে দেন তিনি। ছবি: পিটিআই
3/5মুম্বই ইন্ডিয়ান্স যতই খারাপ খেলুক, আইপিএলের লাস্টবয় হোক না কেন, তাদের দলের তিলক বর্মা কিন্তু এর মাঝেই আলোড়ন ফেলে দিয়েছেন। অভিষেক আইপিএলেই দাপট দেখাচ্ছেন তিনি। ১২ ম্যাচ খেলে ৪০.৮৯ গড়ে ৩৬৮ রান করেছেন। ছবি: পিটিআই
4/5আর্শদীপ সিং-ও পঞ্জাব কিংসের জার্সিতে নজর কেড়েছেন। গত বছর ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। তাই তাঁকে রিটেল করা হয় এই বছর। এ বার আইপিএলে ৭ উইকেট নিলেও তাঁর ইকোনমি রেট ৭.৬৯। বিশেষ করে ডেথ ওভারে কার্যকরী ভূমিকা নেন আর্শদীপ। এই বছর কঠিন পরিস্থিতিতে শেষ ৪ ওভারে তাঁর ইকোনমি রেট ৭.১৪। ছবি: এএনআই
5/5দুরন্ত ছন্দে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মহসিন খান। ৭ ম্যাচ খেলে ১০ উইকেট তিনি নিয়ে ফেলেছেন। মহসিনের ইকোনমি রেট নজর কাড়া। ৬.০৮। লকডাউনে মহম্মদ শামির সঙ্গে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করেছেন। ছবি: পিটিআই