২০২২ সালের মে মাস থেকেই ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে ফিক্সড ডিপোজিটের সুদের হার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গতবছর মে মাস থেকেই কয়েক দফায় রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিগত কয়েক মাসে ২২৫ বেসিস পয়েন্ট বা ২.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে রেপো রেটে। এর ফলে লাভবান হয়েছেন আমানতকারীরা।
1/7পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১ জানুয়ারি থেকে সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। পিএনবি সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বেড়েছে ০.২৫ শতাংশ। সেভিংস অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ থাকলে এই সুদ বৃদ্ধি প্রযোজ্য। এদিকে ব্যাঙ্কের তরফে বেশ কিছু মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে।
2/7ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ১ জানুয়ারি থেকে ৭ থেকে ৯০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। বর্তমানে ব্যাঙ্কটি ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। সাধারণ আমানতকারীদের থেকে প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ এবং অশীতিপর আমানতাকারীদের অতিরিক্ত ৭৫ বেসিস পয়েন্ট বা ০.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
3/7১ জানুয়ারি সুদ বাড়িয়েছে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কও। পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের তরফে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে এই সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্কটি বর্তমানে বিভিন্ন মেয়াদে সর্বনিম্ন ২.৮ শতাংশ থেকে সর্বোচ্চ ৬.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। ৬০১ দিন মেয়াদের বিশেব ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কটি সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।
4/7৫ জানুয়ারি বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে বন্ধন ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্কটি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৫.৮৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্কের সর্বনিম্ন সুদের হার ৩.৭৫ শতাংশ। এদিকে ব্যাঙ্কের তরফে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৬.৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৬০০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের তরফে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে৷
5/7কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক গত ৪ জানুয়ারি ফিক্সড ডিপোজিটে ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ হারে সুদ বাড়িয়েছে। ব্যাঙ্কটি ৩৯০ দিন থেকে ২ বছর পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে বর্তমানে৷ প্রবীণ নাগরিকদের জন্য এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৫ শতাংশ।
6/7কনাড়া ব্যাঙ্ক ১ জানুয়ারি ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কটি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদেরর স্থায়ী আমানতে সর্বোচ্চ ৫.৮ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। ৫৫৫ দিন মেয়াদের বিশেষ ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের তরফে ৭.৩ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে স্থায়ী আমানতকারীদের।
7/7ইয়েস ব্যাঙ্ক গত ৩ জানুয়ারি ২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। ব্যাঙ্কটি ৭ দিন থেকে ১২০ মাস পর্যন্ত স্বল্প মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ আমানতকারীদের সর্বনিম্ন ৩.২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। ইয়েস ব্যাঙ্ক সাধারণ আমানতকারীদের সর্বোচ্চ ৭.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে বর্তমানে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)