বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক।
1/6আইসিআইসিআই ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট। ফাইল ছবি : পিটিআই (MINT_PRINT)
2/6২ কোটি থেকে ৫ কোটি টাকার স্থায়ী আমানতের সুদের হার ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। মঙ্গলবার থেকে নতুন হারে সুদ কার্যকর হয়েছে। (ছবি সৌজন্যে মিন্ট) (MINT_PRINT)
3/6মঙ্গলবার থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের ১ বছর থেকে ৩৮৯ দিন এবং ৩৯০ দিন থেকে ১৫ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে (২ থেকে ৫ কোটি টাকার আমানত) ৪.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেনদেরও এই হারে সুদ দেওয়া হবে। আগে এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল ৪.০৫ শতাংশ। (ছবিটি প্রতীকী) (MINT_PRINT)
4/6১৮ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে (২ থেকে ৫ কোটি টাকার আমানত) সুদের হার বাড়িয়ে ৪.২০ শতাংশ করা হয়েছে। এর আগে এই মেয়াদে সুদের হার ছিল ৪.১০ শতাংশ। (ছবিটি প্রতীকী) (MINT_PRINT)
5/6আইসিআইসিআই ১৮ মাস থেকে ২ বছরের কম মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ থেকে ৫ কোটি টাকার আমানত) সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৩০ শতাংশ করেছে। আগে এই মেয়াদে সুদের হার ছিল ৪.২৫ শতাংশ ছিল। (ছবিটি প্রতীকী) (MINT_PRINT)
6/6আইসিআইসিআই বাকি সব ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার অপরিবর্তিত রেখেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক ৩ বছর ১ দিন থেকে ৫ বছর এবং ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে (২ থেকে ৫ কোটি টাকার আমানত) ৪.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। এদিকে ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩.৭০ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। (MINT_PRINT)