আমানতকারীদের জন্য সুখবর। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন হারে সুদ কার্যকর হয়েছে ২০২২ সালের ১৭ অগস্ট থেকে। ব্যাঙ্ক এর আগে ১০ অগস্ট ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল। এর কয়েকদিনের মাথায় গত বুধবার ফের একবার ৩৯০ দিন থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল ব্যাঙ্কটি।
1/6কোটাক মহিন্দ্রা ফিক্সড ডিপোজিটের সুদের হার ০.০৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে বুধবার। ব্যাঙ্কের তরফে ৩৯০ থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে এখন ৫.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আগে এই সুদের হার ছিল ৫.৮৫ শতাংশ।
2/6বর্তমানে ব্যাঙ্কটি সাত থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীর জন্য ২.৫ শতাংশ থেকে ৫.৯ শতাংশ পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩ শতাংশ থেকে ৬.৪ শতাংশ সুদের হার দিচ্ছে।
3/6তবে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তিন বছর থেকে ১০ বছর মেয়াদের আমানতের সুদের হার পরিবর্তন করেনি। এর জন্য সুদের হার বহাল থাকবে ৫.৯০ শতাংশেই। ব্যাঙ্ক তার রেকারিং ডিপোজিটেও সুদের হার বাড়িয়েছে। ৬ মাস মেয়াদের রেকারিং ডিপোজিটের জন্য সুদের হার একলাফে ০.২৫ শতাংশ বাড়িয়েছে ব্যাঙ্কটি।
4/6রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাঙ্ক ঋণ ও আমানতে সুদের হার বেড়েছে। এই আবহে স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে অন্যান্য ব্যাঙ্কগুলিও। কয়েকদিন আগেই ২ কোটির নিচে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করে অ্যাক্সিস ব্যাঙ্ক। এর ফলে ১৭-১৮ মাস মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে ৬.০৫% করা হয়।
5/6তাছাড়া ২ কোটির নিচের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে কানাড়া ব্যাঙ্কও। ৭ দিন-১০ বছরের আমানতে ২.৯০% থেকে ৫.৭৫% পর্যন্ত সুদ দেবে এই ব্যাঙ্ক।
6/6২ কোটি টাকার কমের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। একাধিক মেয়াদে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। সাধারণ আণানতকারীরা সর্বোচ্চ ৫.৬৫% সুদের হার পাবেন স্থায়ী আমানতে। সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৬.৪৫% সুদের হার পাবেন এই ব্যাঙ্কে।