দীর্ঘকালীন মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত খুব জনপ্রিয়। দেশে সব সরকারি, বেসরকারি ব্যাঙ্ক এবং ‘নন ব্যাঙ্কিং ফিন্যানশিয়াল কর্পোরেশন’ তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে। এমন কি যেসব বিদেশি ব্যাঙ্কের শাখা ভারতে রয়েছে, তারাও ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে তাদের গ্রাহকদের। দেশে বিগত ২০১৯-২০ অর্থবর্ষে বিদেশি ব্যাঙ্কগুলির ব্যবসা ভারতে বেড়েছে ১৩.৮ শতাংশ। এই আবহে বিদেশি ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের উপর কত হারে সুদ দিচ্ছে? কিছু জনপ্রিয় বিদেশি ব্যাঙ্কের সুদের হার দেখুন একনজরে...
1/7আরবিআই-এর হিসেবে দেশে এখন ৪৬টি বিদেশি ব্যাঙ্ক ব্যবসা করে। আরবিআই-এর রিপোর্ট বলছে, বিগত ২০১৯-২০ অর্থবর্ষে বিদেশি ব্যাঙ্কগুলির ব্যবসা ভারতে বেড়েছে ১৩.৮ শতাংশ। (ছবিটি প্রতীকী)
2/7স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক – ১ থেকে ২ বছরে মেয়াদের ফিক্সিড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৫.২৫ শতাংশ থেকে ৫.৩ শতাংশ। ৩ থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৫.৩ শতাংশ থেকে ৫.৩৫ শতাংশ।(ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/7সিটি ব্যাঙ্ক - ১ থেকে ২ বছরে মেয়াদের ফিক্সিড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ২.৭৫ শতাংশ থেকে ৩ শতাংশ। ৩ বছরের বেশি মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৩.৫ শতাংশ। (ছবিটি প্রতীকী)
4/7এইচএসবিসি ব্যাঙ্ক - ১ থেকে ২ বছরে মেয়াদের ফিক্সিড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৩.১ শতাংশ থেকে ৩.৫ শতাংশ। ৩ থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৪ শতাংশ। (ছবিটি প্রতীকী)
5/7ডয়েশ ব্যাঙ্ক - ১ থেকে ২ বছরে মেয়াদের ফিক্সিড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৩.৮৫ শতাংশ থেকে ৫ শতাংশ। ৩ থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৫.৫ শতাংশ থেকে ৬ শতাংশ। পাঁচ বছর পর্যন্ত মেয়াদী ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২৫ শতাংশ।
6/7ডিবিএস ব্যাঙ্ক - ১ থেকে ২ বছরে মেয়াদের ফিক্সিড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৫ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ। ৩ থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৫.৬৫ শতাংশ। ৫ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৭৫ শতাংশ। (ছবিটি প্রতীকী)
7/7বার্কলেস ব্যাঙ্ক - ১ থেকে ২ বছরে মেয়াদের ফিক্সিড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৩.৫৮ শতাংশ থেকে ৩.৮৫ শতাংশ। ৩ থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে (২ কোটির কম পরিমাণের) সুদের হার ৪.৫৫ শতাংশ থেকে ৪.৯৮ শতাংশ। সর্বোচ্চ ৭ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৪.৯৮ শতাংশ থেকে ৫.৩৬ শতাংশ।