RBI মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পর পর বেশ কয়েকবার ধরে রেপো রেট বৃদ্ধি করেছে।তার ফলে স্বাভাবিকভাবেই আমানতে সুদের হার বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু ব্যাঙ্কে PPF, FD-তে এখন আকর্ষণীয় রিটার্ন মিলছে। একইভাবে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতেও এখন বেশ ভাল হারে সুদ মিলছে।
1/5FY23-এ বেশ কিছু ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পেয়েছে। কিছু ক্ষেত্রে সুদের হার ৫.৫% থেকে বেড়ে ৭%-এ দাঁড়িয়েছে। RBI মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পর পর বেশ কয়েকবার ধরে রেপো রেট বৃদ্ধি করেছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5তার ফলে স্বাভাবিকভাবেই আমানতে সুদের হার বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু ব্যাঙ্কে PPF, FD-তে এখন আকর্ষণীয় রিটার্ন মিলছে। একইভাবে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতেও এখন বেশ ভাল হারে সুদ মিলছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5আজ এমনই এক সুদের কথা জানতে পারবেন, যেখানে বছরে ৯% পর্যন্ত সুদ পাবেন ফিক্সড ডিপোজিটে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি। ফাইল ছবি: শাটারস্টক (Reuters)
4/5সিনিয়র সিটিজেনরা ৯.৫% হারে সুদ পাবেন। ফলে বর্তমান বাজারে এটি বেশ দুর্দান্ত অফার। স্থায়ী আমানতের ক্ষেত্রে বাজারে বর্তমানে সেরা সুদ এটি। ফাইল ছবি: পিক্সাবে (Reuters)
5/5ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া তথ্যানুসারে, এখানে ১০০১ দিনের মেয়াদে স্থায়ী আমানতের উপর, ৯% সুদের হার পাবেন। অর্থাত্, দীর্ঘ মেয়াদে বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই বিষয়ে ভেবে দেখা যেতে পারে। ফাইল ছবি: ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Reuters)