Flipkart Handling Fee on Cash on Delivery: ফ্লিপকার্ট থেকে জিনিস কেনেন? ‘ক্যাশ অন ডেলিভারি’তে এবার খসবে বেশি টাকা!
Updated: 30 Oct 2022, 04:47 PM ISTডিজিটাল যুগে শপিং মলে গিয়ে জামা, কাপড় বা ইলেক্ট্রনিক জিনিস কেনার চল কমছে। বাড়িতে বসেই কয়েক ক্লিকে আকর্ষণীয় ডিসকাউন্টে জিনিস অর্ডার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নেটিজেনরা। তবে অনলাইনে কেনা জিনিসের উপর এখনও আস্থা গড়ে ওঠেনি অনেকের। এই আবহে জিনিস অর্ডার দেওয়ার সময়ই টাকা না দিয়ে অনেকেই ‘ক্যাশ অন ডেলিভারি’ বিকল্পটি বেছে নেন। অর্থাৎ, জিনিস হাতে পেলেই তবেই টাকা দেওয়া হবে। তবে এবার থেকে ফ্লিপকার্টে ‘ক্যাশ অন ডেলিভারি’ বিকল্প বেছে নিলে খসবে বেশি টাকা!
পরবর্তী ফটো গ্যালারি