Floating Rate Bond 2031: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ৭ জুন অর্ধ বর্ষের জন্য প্রযোজ্য ভারত সরকারের ফ্লোটিং রেট বন্ডের (FRB 2031) সুদের হার ঘোষণা করেছে। ৭ জুন থেকে এই হার লাগু থাকবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এই ছয় মাসের জন্য ফ্লোটিং রেট বন্ডের সুদের হার হবে ৬.৪২ শতাংশ৷ সোমবার এই সংক্রান্ত একটি সার্কুলারও জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
1/5আরবিআই বলেছে, FRB 2031-এ একটি কুপন থাকবে যার ভিত্তি হার হবে ১৮২ দিনের টি-বিলের (১৮২ দিনের টি বিল) (দর নির্ধারণের দিন থেকে, অর্থাৎ ৭ জুন থেকে সর্বশেষ ৩টি নিলামের গড়) গড় ‘ইয়েল্ড’। ‘ওয়েটেড অ্যাভারেজ ইয়েল্ড’ এক বছরের ভিত্তিতে গণনা করা হবে।
2/5সাধারণত, কাজ চলে গেলে, গৃহ ঋণ শোধ করতে, বাড়ি কিনতে, বাড়ির সংস্কার করতে বা অন্য বিভিন্ন কারণে পিএফের টাকা তুলতে পারেন ইপিএফও অ্যাকাউন্টের গ্রাহকরা। ছবিটি প্রতীকী
3/5এই বন্ডগুলি থেকে প্রাপ্ত সুদকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-এর সুদের নিরিখে বেঞ্চমার্ক হিসেবে গণ্য করা হয়ে থাকে। বর্তমানে তা ০.৩৫ শতাংশ বেশি৷ ৩০ জুন এবং ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ-বার্ষিক সময়কালের জন্য এই বন্ডগুলির সুদ দেওয়া বছরে দু’বার। প্রতি বছর ১ জুলাই এবং ১ জানুয়ারিতে দেওয়া হয় এই বন্ডের সুদ।
4/5এই বন্ডগুলির মেয়াদ সাত বছর। তবে প্রবীণ নাগরিকরা ম্যাচিউরিটির আগেই তা প্রত্যাহার করতে পারবেন। এই বন্ডগুলি সর্বনিম্ন ১০০০ টাকার হয় (অভিহিত মূল্য) এবং এর কোনও সর্বোচ্চ বিনিয়োগ সীমা নেই৷ এই বন্ডগুলি থেকে সুদের আয়ের উপর কর প্রযোজ্য৷ বর্তমান নিয়ম অনুসারে, সুদের পরিশোধের সময় TDS (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) কাটা হয়।
5/5সপ্তম বেতন কমিশনের আওতায় কি জুলাইয়েই মহার্ঘ ভাতা (ডিএ) বাড়তে চলেছে? মুদ্রাস্ফীতির সামঞ্জস্য রেখে কি ডিএ পাঁচ শতাংশ বাড়ানো হবে? তা নিয়ে জল্পনা বাড়ছে।প্রবীণ নাগরিকরা যদি ম্যাচিউরিটির আগেই বন্ড থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে চান, তার জন্য জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। বয়সের উপর ভিত্তি করেই সেই শর্ত আরোপ করা হয়েছে। ৬০ থেকে ৭০ বছর বয়সি বিনিয়োগকারীদের জন্য লক-ইন সময়কাল ৬ বছর, ৭০ থেকে ৮০ বছর বয়সি বিনিয়োগকারীদের জন্য ৫ বছর এবং ৮০ বছর বা তার বেশি বয়সীদের জন্য তা ৪ বছর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)