বাংলা নিউজ > ছবিঘর > Indigo-র উড়ানে ঠোঁটে আঘাত পেলেন যাত্রী, ধরিয়ে দেওয়া হল ঠাণ্ডা জুসের প্যাকেট!

Indigo-র উড়ানে ঠোঁটে আঘাত পেলেন যাত্রী, ধরিয়ে দেওয়া হল ঠাণ্ডা জুসের প্যাকেট!

মুম্বইয়ের বাসিন্দা @blairbass77 নামের ওই যাত্রী জানান, ১৫ জানুয়ারি মুম্বই থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন তিনি। সেই সময়ে তাঁর মাথার উপরের বিনটি খোলেন এক বিমানসেবিকা। আর সেই বিন থেকে একটি হাঁটার লাঠি এসে পড়ে তাঁর মুখের উপর। ঠোঁটে আঘাত পান তিনি।