দাম একই রাখার চেষ্টা করছে সংস্থাগুলি। তার বদলে প্যাকেটের দ্রব্যের পরিমাণ কমিয়ে দিচ্ছে তারা। মে মাসে যদিও সামান্য কমেছে খুচরো মূল্যস্ফীতি। মে মাসে খাদ্য ও পানীয়ের মূল্যবৃদ্ধি ছিল ৭.৯৭%।
1/6হেলথ ড্রিংকস, স্ন্যাকস, ঠান্ডা পানীয় এবং চুলের তেলের মতো দ্রব্যের দামে বৃদ্ধি। আর তা যেন বুঝেও বুঝতে পারছেন না আমজনতা। কেন? ফাইল ছবি : রয়টার্স (PTI)
2/6FMCG পালস আপডেট বলছে, দাম ১০.১% বৃদ্ধি পেলেও, সেই একই সময়পর্বে গড় প্যাকেজিং সাইজ ১৫% হ্রাস পেয়েছে। ফাইল ছবি; পিটিআই (PTI)
3/6আদতে, দাম একই রাখার চেষ্টা করছে সংস্থাগুলি। তার বদলে প্যাকেটের দ্রব্যের পরিমাণ কমিয়ে দিচ্ছে তারা। ফাইল ছবি: এএনআই (PTI)
4/6মে মাসে যদিও সামান্য কমেছে খুচরো মূল্যস্ফীতি। মে মাসে খাদ্য ও পানীয়ের মূল্যবৃদ্ধি ছিল ৭.৯৭%। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)
5/6তবে তার আগে এপ্রিল ২০২২-এর মূল্যস্ফীতি গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
6/6বিশ্লেষকরা বলছেন, জ্বালানি শুল্ক কমানো এবং খাদ্য রফতানিতে নিষেধাজ্ঞার মতো সরবরাহ-ভিত্তিক ব্যবস্থায় তাত্ক্ষণিক সুরাহা হয় না। দামের ওপর প্রভাব পড়তে কিছুটা সময় লাগে। ফাইল ছবি: এএনআই (PTI)