বাংলা নিউজ >
ছবিঘর >
এই হ্যালোইন পার্টিতে কেমন সাজবেন? টিপস দিলেন বিপাশা, দেখুন নায়িকার এই লুুক-
এই হ্যালোইন পার্টিতে কেমন সাজবেন? টিপস দিলেন বিপাশা, দেখুন নায়িকার এই লুুক-
Updated: 29 Oct 2021, 05:45 PM IST
লেখক Priyanka Bose
রকি স্টারের ডিজাইনে নীল এবং সিলভার রঙের মিনি ড্রেসে সেজে উঠেছেন বিপাশা। দেখে নিনি নায়িকার হ্যালোইন লুকের ঝলক-
1/7হ্যালোইন পার্টিতে কেমন সাজবেন? নিজের পার্টি লুকের ঝলক শেয়ার করলেন অভিনেত্রী বিপাশা বসু। প্রতি বছর ৩১ অক্টোবর এই উৎসব উদযাপন করা হয়। পার্টি লুকের পোশাকে সামাজিক মাধ্যমে ঝলমল করছেন অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/7এই বছরের হ্যালোইন পার্টির জন্য, বিপাশা ফ্যাশন ডিজাইনার রকি স্টারের পোশাক থেকে একটি মিনি ড্রেস বেছে নিয়েছেন।
3/7বিপাশা হাতে বোনা চকচকে নীল এবং রূপালী রঙা পোশাকে সেজেছেন।
4/7পোশাকের সঙ্গে সাজুয্য রেখে মেকআপ এবং গয়না ব্যবহার করেছেন নায়িকা।
5/7হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা মিশ্রের সহায়তায়, বিপাশা হ্যালোইন পার্টির জন্য তাঁর লুককে চমকপ্রদ করে তুলেছেন।
6/7বিপাশা তো প্রস্তুত নিজের হ্যালোইন পার্টি লুক নিয়ে।