করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী লকডাউনে খেলাধুলো যখন পুরোপুরি স্তব্ধ, তখন নিঃশব্দেই ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা ক্যাপ্টেন সানা মির।
1/8২০০৫ সালের ডিসেম্বরে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয় সানা মিরের। কেরিয়ারের শেষ ওয়ান ডে খেলেছেন গত বছর নভেম্বরে লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে।
2/8২০০৯ সালের মে মাসে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন মির। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে শেষবার মাঠে নামেন গত বছর অক্টোবরে লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে।
3/8১২০টি ওয়ান ডে ম্যাচে ১৬৩০ রান করেন সানা, যা পাকিস্তানের হয়ে এই ফর্ম্যাটে তৃতীয় সর্বোচ্চ। উইকেট নেন ১৫১টি, যা পাকিস্তানের হয়ে সব থেকে বেশি এবং সর্বকালের হিসেবে যুগ্ম চতুর্থ-সর্বোচ্চ।
4/8১০০টি টি-২০ খেলা বিরল ক্লাবের প্রতিনিধি মির এই ফর্ম্যাটের ১০৬টি ম্যাচে ৮০২ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৮৯টি, যা পাকিস্তানের হয়ে দ্বিতীয়-সর্বোচ্চ ।
5/8মোট ২২৬টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে সানা পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ১৩৭টি ম্যাচে।