Hanuman Ji Blessing Zodiacs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলবারকে হনুমানজি'র দিন হিসেবে বিবেচনা করা হয়। সার্বিকভাবে কয়েকটি রাশির জাতকদের উপর বছরভর হনুমানজি'র আশীর্বাদ থাকে। কোন কোন রাশির জাতকরা বছরভর হনুমানজি'র আশীর্বাদ পান, তা দেখে নিন -
1/5হিন্দু ধর্মে মনে করা হয়, যে রাশির জাতকরা হনুমানজি'র আশীর্বাদ পান, তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। আর্থিক দিক থেকে তাঁদের সময় অনুকূল কাটে। হাতে অর্থ আসে। জীবনে বৃদ্ধি পায় সুখ-সমৃদ্ধি। সেভাবেই কয়েকটি রাশির জাতকদের উপর হনুমানজি'র বিশেষ কৃপা থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
2/5মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতকদের উপর হনুমানজি'র বিশেষ কৃপা থাকবে। যে কোনও ক্ষেত্রে ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে। ধনপ্রাপ্তির প্রবল যোগ তৈরি হবে। আর্থিক অবস্থা মজবুত হবে মেষ রাশির জাতকদের। দৈনিক ভগবানের রামের নাম জপ করলে সময় ভালো কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5সিংহ রাশি- হনুমানজি'র কৃপায় সিংহ রাশির জাতকদের সংকট দূর হবে। সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে। হাতে টাকা আসবে। হনুমানজি'র কৃপায় সিংহ রাশির জাতকদের চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। দৈনিক বজরংবলীর মন্ত্র জপ করলে লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কুম্ভ রাশি- হনুমানজি'র আশীর্বাদে কুম্ভ রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। দ্রুত যে কোনও কাজ শেষ করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হনুমানজি'র কৃপায় কুম্ভ রাশির জাতকদের অর্থ লাভের পথ প্রশস্ত হবে। কুম্ভ রাশির জাতকদের জীবনে যে সংকট তৈরি হয়, তা বজরংবলীর কৃপায় দূর হয়ে যাবে।
5/5বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের উপর হনুমানজি'র কৃপা থাকে। এই রাশির জাতকদের কোনও বাধার সম্মুখীন হতে হয় না। বৃশ্চিক রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে। হনুমানজি'র কৃপায় বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত ভাগ্যবান হবেন।