Free LPG Gas Cylinder: সম্প্রতি ১,০০০ টাকার গণ্ডি পেরিয়েছে রান্নার গ্যাসের দাম। তার জেরে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের হেঁসেলে আগুন লেগেছে। আক্রমণ শানাচ্ছেন বিরোধী নেতারা। সেই পরিস্থিতিতে বছরে বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করল এই রাজ্য।
1/5অন্ত্যোদয় কার্ড আছে? তাহলে প্রতি বছর বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5উত্তরাখণ্ডের মুখ্যসচিব এস এস সান্ধু জানিয়েছেন, সরকারের সেই সিদ্ধান্তে রাজ্যের ১,৮৪,১৪২ অন্ত্যোদয় কার্ডধারী লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখতে চম্পায়তে উপ-নির্বাচনে লড়াই করছেন পুষ্কর সিং ধামি। আগামী ৩১ হবে সেই উপ-নির্বাচন। যিনি এবারের বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5সেই উপ-নির্বাচনের আগেই বিনামূল্যে রান্নার গ্যাস প্রদানের বিষয়টি ঘোষণার করায় তোপ দেগেছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হতে চলেছে কংগ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5যদিও বিজেপির তরফে বলা হয়েছে, 'এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। রাজ্য সরকার নিজেদের প্রতিজ্ঞা পূরণ করেছে। সেই ঘোষণার ফলে সমাজের দুর্বল শ্রেণির মানুষ উপকৃত হবেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)