উত্তরপ্রদেশের রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন বিনামূল্যে রেশন বিতরণের তারিখ ৩ থেকে বাড়িয়ে ৫ অগস্ট করা হয়েছে। খাদ্য কমিশনার সৌরভ বাবু এই তথ্য জানিয়েছেন। মে মাসে জানানো হয়েছিল, জুলাই মাসেও রেশনের সঙ্গে আয়োডিনযুক্ত লবণ, পরিশোধিত সয়াবিন তেল, গোটা চানা সহ তিন কেজি চিনি বিনামূল্যে দেওয়া হবে অন্ত্যোদয় কার্ডধারীদের।
1/4প্রাথমিক ভাবে এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সব সামগ্রী বিনামূল্যে দেওয়ার কথা ছিল। তবে পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছিল। কিন্তু কিছু জেলায় রেশন না পাওয়ায় সময়সীমা ফের বাড়ানো হয়েছে। (HT_PRINT)
2/4কমিশনার জানিয়েছেন যে এই সময়ের মধ্যে ই-পিওএস মেশিনের মাধ্যমে আধার ভিত্তিক বিতরণ করা হবে। পোর্টেবিলিটি এবং মোবাইল ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেশন বিতরণের সুবিধা দেওয়া হবে ৫ অগস্ট পর্যন্ত। (HT_PRINT)
3/4এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের ১১,৪৪,৬১২ কার্ডধারী ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে অন্যান্য রাজ্য থেকে রেশন পেয়েছেন। অন্যান্য রাজ্যের ৪২,০৪৯ জন রেশন কার্ডধারী উত্তরপ্রদেশ থেকে রেশন নিয়েছেন। (HT_PRINT)
4/4খাদ্য ও লজিস্টিক বিভাগ সোমবার জানিয়েছে যে ২০১৯ সালের অগস্ট থেকে এখনও পর্যন্ত মোট ২,৯১,৪৮,১৮৯ কার্ডধারী জেলার মধ্যে অন্যান্য রেশন দোকান এবং ২০২০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৪,২৯,৪২৫ কার্ডধারীকে অন্য জেলায় খাদ্যশস্য দেওয়া হয়েছে। (HT_PRINT)