Free Ration likely to be stopped: রেশন দোকান থেকে বিনামূল্যে গম এবং চাল পান? তাহলে জোরদার ধাক্কা খেতে পারেন। কারণ বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে গম এবং চালের বণ্টন।
1/2উত্তরপ্রদেশের রেশন দোকানে বিনামূল্যে গম এবং চাল নাও মিলতে পারে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় প্রাপ্ত খাদ্যশস্যের জন্য কার্ডধারীদের টাকা দিতে হতে পারে। এমনটাই জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/2ওই প্রতিবেদন অনুযায়ী, যোগী আদিত্যনাথ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিনামূল্যে রেশন বণ্টনের মেয়াদ তিন বাড়ানো হয়েছিল। জুনে বিনামূল্যে যে রেশন দেওয়া হত, তা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন উপভোক্তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)