আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে রেশন বিতরণ করার কথা কেন্দ্রীয় সরকারের। তবে সেই সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে।
1/5দেশে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমেই বাড়ছে। মুদ্রাস্ফীতির এই হারে নাজেহাল অবস্থা আম নাগরিকের। এই পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা। সম্প্রতি চিনের অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এর জেরে বিশ্বের সাপ্লাই চেন ব্যহত হতে পারে বলে আশঙ্কা। এই কারণেই দেশের নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্র। (PTI)
2/5কোভিডের আবহে ২০২০ সালের এপ্রিল মাসে দেশে বিনামূল্যে রেশন বিতরণ শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। দীর্ঘ লকডাউনের আবহে কেন্দ্রের এই বিনামূল্যে রেশন পরিষেবা অনেকের জীবন বাঁচিয়েছে। এটা বিশ্বের সর্ববৃহৎ খাদ্য সুরক্ষা প্রকল্পে পরিণত হয়। (PTI)
3/5সরকারের বক্তব্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জন্য পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের পরেও প্রোগ্রামটিকে চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শস্য মজুত রয়েছে সরকারের কাছে। এই আবহে আগামী ৩ অথবা ৬ মাসের জন্য বিনামূল্য রেশন বিতরণ চালু রাখতে পারে সরকার। (PTI)
4/5প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীরা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে তাদের সাধারণ খাদ্যশস্যের কোটা ছাড়াও প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন পান। NFSA-এর অধীনে, দেশের প্রায় ৭৫ শতাংশ গ্রামীণ এবং ৫০ শতাংশ শহুরে জনসংখ্যাকে উচ্চ হারে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করা হয়। (PTI)
5/5প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা PMGKAY-এর মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। এই আবহে সরকারি আমলাদের ধারণা দেশের মুদ্রাস্ফীতির হাল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী আরও দুটি ত্রৈমাসিকের জন্য এই প্রকল্প চালু রাখতে পারে সরকার। (PTI)