Bagha Jatin's frist Look: অভিনেতা-প্রযোজক দেবের আসন্ন ছবি ‘বাঘা যতীন’-এর নায়িকা অবশেষে প্রকাশ্যে। গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্রী সৃজা দত্তর সঙ্গে এবার পর্দায় জমবে দেবের রসায়ন। প্রকাশ্যে ‘বাঘা যতীন’ ছবির চরিত্রদের ফার্স্ট লুক।
1/7অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘা যতীন’-এ ফের একবার ঐতিহাসিক চরিত্রে দেব। এই পিরিয়ড ফিল্মে দেবের নায়িকা কে হবেন সেই নিয়ে কম জলঘোলা হয়নি। শুরুতে উঠে এসেছিল দেবের বান্ধবী রুক্মিণীর নাম। তবে পরে জানা যায় এই ছবির জন্য নতুন মুখ খুঁজছেন দেব। সেই মতো ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী সৃজা দত্তর নাম চূড়ান্ত হয়েছে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7সৃজার নাম সামনে আসবার পর থেকেই খোঁজ চলছিল তাঁর। দেবের ‘ইন্দুবালা’কে দেখতে মুখিয়ে ছিল ফ্যানেরা। অবশেষে সামনে এলেন সৃজা দত্ত। দেবের নতুন নায়িকা কিন্তু ভারী মিষ্টি আর সুন্দরী। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7এদিন প্রকাশ্যে এসেছে ‘বাঘা যতীন’ ছবির চরিত্ররূপ। সেখানে ‘ইন্দুবালা’ হয়ে সামনে এলেন সৃজা, অন্যদিকে বাংলার বাঘ হিসাবে ধরা দিলেন দেব। ধুতি,পাঞ্জাবিতে দেব হয়ে উঠলেন বিংশ শতাব্দীর সেই চেনা আইকন, আটপৌরে শাড়িতে সৃজা যেন সেই যুগেরই চরিত্র। (ছবি- দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স)
4/7‘ইন্দুবালা’ চরিত্রের জন্য মোট ৯ হাজার আবেদন জমা পড়েছিল প্রযোজক দেবের অফিসে। সেখান থেকে অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছিল ৬ জনকে। সেই ৬ জনের মধ্যে অবশেষে শিকে ছেঁড়ে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং-এর প্রথম বর্ষের ছাত্রী সৃজা দত্তর। (ছবি- দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স)
5/7টলিউডে একবারে আনকোরা মুখ না হলেও, বড় পর্দায় এটাই সৃজার প্রথম কাজ। শুরুতেই দেবের নায়িকা হওয়ার সুযোগ, স্বপ্নপূরণের সমান। দেব-ভক্ত সুন্দরী বললেন, ‘বন্ধুদের কথায় নিজের ছবি পাঠিয়েছিলাম। কোথা থেকে যে কী হয়ে গেল এখনও বিশ্বাস হচ্ছে না… আমি নিজের দেবদার ভক্ত। প্রথম দিন যেদিন দেখা হল তখনও ভাবছি এ সব সত্যি নয়। তবে ওই প্রথম আলাপটা সব সহজ করে দিয়েছে’। (ছবি-ইনস্টাগ্রাম)
6/7এর আগে দু- একটি মিউজিক ভিডিয়োয় দেখা মিলেছে সৃজার, মিমি চক্রবর্তীর সঙ্গে একটি জুয়েলারির বিজ্ঞাপনেও দেখা মিলেছে সৃজার। (ছবি-ইনস্টাগ্রাম)
7/7১৯০৫ থেকে ১৯১৫ সময়কাল উঠে আসবে এই ছবিতে। বুড়িবালামের যুদ্ধ, বাঘের সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লড়াই সবই উঠে আসবে পর্দায়। বৃহস্পতিবার ছবির শুভ মহরত। দেড় বছর ধরে কড়া রিসার্চের পর আগামী ২৭শে জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে ছবির। পুজোয় মুক্তি পেতে পারে ‘বাঘা যতীন’।