চেন্নাই এক্সপ্রেসের পর শাহরুখের ঝুলিতে একটা হিট ছব... more
চেন্নাই এক্সপ্রেসের পর শাহরুখের ঝুলিতে একটা হিট ছবি নেই। চার বছর রুপোলি পর্দায় মুখ দেখাননি বাদশা। তবে জানেন কি এই সব সুপারহিট ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি, কেন এই সব ছবির অফার ফেরান তারকা?
1/8গত চার বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব শাহরুখ খান। যদিও আগামী বছর ব্যাক টু ব্যাক রিলিজ নিয়ে বড় পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’-র অপেক্ষায় দিনগুনছে বাদশার ভক্তরা। তবে জানেন কি শাহরুখ তাঁর কেরিয়ারে এমন অনেক ছবির অফার ফিরিয়েছেন যেগুলো ব্লকবাস্টার!
2/8তারে জমিন পর-এর মতো কালজয়ী ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি শাহরুখের। আমির খানের চরিত্রের জন্য শুরুতে বাছা হয়েছিল শাহরুখকে, তাঁর হাত ঘুরে এই স্ক্রিপ্ট যায় আমিরের কাছে।
3/8ড্যানি বয়েলের অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ অনিল কাপুরের চরিত্রটি অফার করা হয়েছিল শাহরুখকে। তবে এত কম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে চাননি কিং খান।
4/8গল্প নয়, একদম সত্যি! আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ ছবির অফারও ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ! ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই ছবির নাম।
5/8কয়েক মিনিট ‘রং দে বসান্তি’র চিত্রনাট্য শুনেই এটি রিজেক্ট করে দেন শাহরুখ। এরপর পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা পৌঁছে যান আমির খানের কাছে। বাকিটা ইতিহাস।
6/8রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার ‘ডানকি’ ছবিতে কাজ করতে চলেছেন শাহরুখ। তবে ১৯ বছর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির অফার নিয়ে মন্নাতে হাজির হয়েছিলেন রাজু হিরানি। সঞ্জয় দত্তের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এই ছবির চিত্রনাট্য নাকোচ করেছিলেন শাহরুখ! শোনা যায় পিঠের চোটের জেরে বাধ্য হয়েই এই ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা।
7/8মুন্নাভাই এমবিবিএস-এর পর ‘থ্রি ইডিয়টস’-এর জন্য শাহরুখকে বেছেছিলেন হিরানি। কিন্তু প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে মনোমালিন্যের জেরে এই ছবিতে না করেন শাহরুখ।
8/8কহো না প্যায়ার হ্যায়-র হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে হৃতিক রোশনের। তবে জানেন কি এই ছবির চিত্রনাট্য রাকেশ রোশন লিখেছিলেন শাহরুখ খানকে মাথায় রেখে। ‘কয়লা’, ‘করণ-অর্জুন’ পরিচালকের এই ছবির অফার ফিরিয়ে দেন শাহরুখ। এরপর নিজের ছেলেকেই লঞ্চ করবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাকেশ রোশন।