বছরভর টেলি ইন্ডাট্রি জুড়ে ব্রেকআপ! ২০২১-এ টেলিপাড... more
বছরভর টেলি ইন্ডাট্রি জুড়ে ব্রেকআপ! ২০২১-এ টেলিপাড়ায় প্রেম ভাঙল যাদের-
1/6প্রেমে পড়া বারণ নয়, তাই তো কারণ-অকারণেই প্রেমে পড়েছেন এই সকল তারকা জুটিরা। সহকর্মীদের সঙ্গে প্রেমের বাঁধনে ধরা দেওয়া, এ আর নতুন কী! কিন্তু পথ আলাদা হতেও তো বেশি সময় লাগে না! এ বছরে প্রেম ভেঙেছে অনেক জুটির। একটা সময় চোখে হারাতেন যাঁদের, তাঁরাই এখন ‘চোখের বালি’।
2/6গত বছর ক্রিসমাসে এভাবেই প্রেমিকা দিয়ার গালে আলতো চুুমু এঁকেছিলেন অভিনেতা অভিষেক বসু, মানের সবার প্রিয় গঙ্গারাম। মিঠাই-এর শ্রীতমার প্রেমে হাবুডুবু খাওয়া অভিষেক এখন খুঁজে নিয়েছেন নতুন মনের মানুষ। দিয়া এখন অভিষেকের জীবনের পুরোনো অধ্যায়। ‘সীমারেখা’ ধারাবাহিকের সেটে শুরু হয়েছিল এই প্রেমের গল্প। কিন্তু অগস্ট মাসের শুরুতেই প্রেম ভাঙার খবর আসে।
4/6প্রেম সম্পর্কের ব্যাপারে একদমই খোলামেলা ‘সাঁঝের বাতি’ খ্যাত চারু। দীর্ঘদিন ধরেই ইউটিউবার সায়ন্ত মোদকের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। চলতি বছরের গোড়ার দিকে দুজনে মলদ্বীপও ঘুরতে গিয়েছিলেন। দ্বীপ রাষ্ট্রে প্রেমিক যুগল একাধিক অন্তরঙ্গ ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কোথায় কী!
5/6ইউটিউবে চ্যানেলে ভ্লগ রীতিমতো কাপল গোল দিতেন একসময়। এখন দুজনের মনও আলাদা, আর ইউটিউব চ্যানেলও!
6/6বসন্ত এসেও ভেসে গেছে গৌরব-শ্রীমার জীবন থেকে। মাঝে অবশ্য এমন গুঞ্জনও শোনা গিয়েছে নায়িকার জীবনে নাকি এখন অন্য বসন্ত! প্রেম নিয়ে রাখঢাক রাখেননি গৌরব-শ্রীমা। তিরুপতিতে পুজো দিয়ে নিজেদের প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ভেস্তে গেল প্রেম! এখন তো জুটির কথাও বন্ধু পুরোপুরি! গৌরব অসুস্থ থাকাকালীন শ্রীমা ফোন করলেও ওপার থেকে আসেনি উত্তর থেকে, এতটাই তিক্ততা সম্পর্কে!