চলতি বছর বলিউডের একাধিক হিট ফ্র্যাঞ্চাইজি ছবির সিক্যুয়েল দর্শকদের সামনে পেশ করার জন্য প্রস্তুত ছবির নির্মাতারা। রইল এমন কিছুর ছবির তালিকা।
1/5'বাধাই দো: ২০১৮ সালে নিঃশব্দে বিপ্লব গড়িয়ে দিয়েছিল 'বাধাই হো'। নীনা গুপ্তা, গজরাজ রাও, আয়ুষ্মন খুরানা এবং সানিয়া মালহোত্রা অভিনীত এই ছবি বক্স অফিসে নয়া রেকর্ড তৈরি করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল 'বাধাই দো'। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ভূমি পেদনেকর।
2/5হিরোপান্তি ২: ২০১৪ সালে 'হিরোপান্তি' ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন। দীর্ঘ বছর পর এই সিরিজটিকেই এগিয়ে নিয়ে চলা শুরু করল নির্মাতারা। আগামী এপ্রিলেই মুক্তি পাচ্ছি 'হিরোপান্তি ২'। তবে এই ছবিতে টাইগার থাকলেও কৃতির জায়গায় এসেছেন তারা সুতারিয়া। প্রধান ভিলেনের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি-কে। (ছবি সৌজন্যে - ফেসবুক)
3/5ভুলভুলাইয়া ২: ২০০৭ সালে প্রিয়দর্শন পরিচালিত 'ভুলভুলাইয়া' তুফান তুলেছিল বক্স অফিসে। প্রধান চরিত্রে দেখা গেছিল অক্ষয় কুমার, বিদ্যা বলেন-কে। চলতি বছরের মার্চে মুক্তি পেতে চলেছে ছবির সিক্যুয়েল 'ভুলভুলাইয়া ২'। তবে এবার পরিচালক আনিস বাজমি। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি-কে। থাকছেন তাবু-ও। (ছবি সৌজন্যে - ফেসবুক)
4/5এক ভিলেন রিটার্নস: ২০১৪ সালে 'এক ভিলেন' ছবির সুবাদে বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিলেন পরিচালক মোহিত সুরি। চলতি বছর জুলাইয়ে এই ছবির সিক্যুলে 'এক ভিলেন রিটার্নস' মুক্তি পেতে চলেছে। প্রধান ভূমিকায় দেখা যাবে জন আব্রাহাম ও অর্জুন কাপুরকে। সঙ্গে থাকছেন দিশা পাটানি এবং তারা সুতারিয়া।
5/5গদর ২: ২০০১ সালে 'গদর' ছবির মাধ্যমে দর্শকদের হৃদয় ছুঁয়েছিল 'তারা সিং', 'সাকিনা' এবং 'জিতে'। দু'দশক পেরিয়ে ফের একবার দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তারারূপী সানি দেওল এবং সাকিনারূপী আমিশা প্যাটেল। 'জিতে' এর চরিত্রে ফের একবার দেখা যাবে উৎকর্ষ শর্মা-কেই। বর্তমানে জোরকদমে চলছে 'গদর ২' এর শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষভাগে মুক্তি পাবে এই ছবি।