শনিবার সন্ধ্যায় ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি।
1/6সৌরভদের সঙ্গে 'যুদ্ধ', 'দুর্বল' SA-র বিরুদ্ধে হার কেন অধিনায়কত্ব ছাড়লেন বিরাট?
2/6সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধ: বিরাটকে একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর পরস্পরবিরোধী কথা বলেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ এবং বিরাট কোহলি। সৌরভের সেই মন্তব্যের সমর্থনে নেমেছিলেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। ভারতীয় দল যখন গত ৩১ ডিসেম্বরের রাত উদযাপন করছিলেন, তখন নির্বাচক কমিটির প্রধানের সেই সাংবাদিক বৈঠক থেকে দেওয়াল লিখনটা স্পষ্ট পড়তে পেরেছিলেন বিরাট যে নিজের জমি শক্ত রাখার জন্য দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততেই হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/6দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হার: দুর্বল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পরও সিরিজ হেরে গিয়েছে ভারত। যা কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে পড়ে বলে ওই মহলের ধারণা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
4/6একদিনের অধিনায়কত্ব থেকে অপসারণ: বিরাট সম্ভবত কখনও ভাবতে পারেননি যে তাঁকে সরিয়ে দিতে পারে বিসিসিআই। যা তাঁর কাছে হজম করা কষ্টকর ছিল। বিশেষত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া নিয়ে ঘোষণার সময় টেস্ট এবং একদিনের ক্রিকেটে অধিনায়ক থাকার কথা বলেছিলেন। সেই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বিরাটের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
5/6ব্যাট হাতে বড় ইনিংসের অভাব: টেস্টে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও বড় রান করতে পারেননি। টেস্টে দীর্ঘদিন শতরান আসেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন বিরাট। যা বিরাটের উপর কিছুটা হলেও চাপ বাড়িয়েছে বলে একটি মহলের ধারণা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
6/6ব্যাটার হিসেবে শ্রদ্ধা, কিন্তু অধিনায়ক হিসেবে কম? একটি মহলের বক্তব্য, ব্যাটার হিসেবে দলের মধ্যে অত্যন্ত সম্মান পান বিরাট। কিন্তু দলের মধ্যে 'যোগাযোগের অভাব'-এর কারণে ‘একাকী’ হয়ে পড়েছিলেন অধিনায়ক কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)